বিমান দুর্ঘটনা নিহত হলেন পূর্ব আফ্রিকার দেশ মালাউয়ির ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমা । এছাড়াও প্রাণ হারিয়েছেন বিমানটিতে থাকা আরও ৯ জন। মালাউয়ি সরকারের বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্টের কার্যালয় ও মন্ত্রিসভা থেকে সাধারণ জনগণকে জানাতে চাই, সোমবার নিখোঁজ হওয়া মালাউই ডিফেন্স ফোর্সের বিমানটির উদ্ধার অভিযান শেষ হয়েছে। বিমানটিতে থাকা ভাইস প্রেসিডেন্ট সাওলোস ক্লাউস চিলিমাসহ ১০ জনকে আজ সকালে চিকানগাওয়ায় পাওয়া গেছে। দুর্ভাগ্যবশত বিমানটিতে থাকা সবাই নিহত হয়েছেন। বিমানটি রাডারের বাইরে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই মালাউয়ির প্রতিরক্ষা বাহিনী, পুলিশ সার্ভিস, অসামরিক বিমান চলাচল বিভাগসহ বিভিন্ন সংস্থা অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে।’ বিমান দুর্ঘটনার খবর দেশটির প্রেসিডেন্ট ড. লাজারাস ম্যাককার্থি চাকভেরাকে জানানো হয়েছে। তিনি দুর্ঘটনায় নিহত ভাইস প্রেসিডেন্টের পরিবারসহ অন্যান্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। ভাইস প্রেসিডেন্ট ও তার সহযোগীদের মৃত্যুতে দেশজুড়ে শোক ঘোষণা করা হয়েছে।
Related Posts
মিজোরামে ভয়াবহ আকার নিয়েছে আফ্রিকান সোয়াইন ফিভার, মৃত ৫ হাজার ৪৩০, জবাই আরও ১০ হাজার ৩০০টি শূকর
মিজ়োরামে ফের ভয়াবহ আকার নিয়েছে আফ্রিকান সোয়াইন ফিভার। পরিস্থিতি এমনই যে মিজোরামের বিভিন্ন জেলায় রোজ শ’য়ে শ’য়ে শূকর মারা যাচ্ছে।২০ কোটি টাকারও বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন মিজোরামের শূকর চাষী এবং পালনকারীরা। ফিভারের কোপে ইতিমধ্যেই মারা গিয়েছে ৫,৪৩০ টিরও বেশি শূকর। আর এখনও পর্যন্ত ১০,৩০০ টিরও বেশি আক্রান্ত শূকরকে মেরে ফেলা হয়েছে, বলেও জানিয়েছেন কর্মকর্তারা। পশুপালন […]
বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে ১৭৪, আন্দোলনকারীদের ক্লিনচিট হাসিনা সরকারের
বাংলাদেশে গত পাঁচদিনে কোটা বিরোধী আন্দোলনে হিংসার জেরে মৃত্যু হয়েছে মোট ১৭৪ জনের। এমনই দাবি করা হয়েছে প্রথম আলো সংবাদপত্রে। প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, রবিবারও বাংলাদেশে ১৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয়েছে ৭ জনের। এদিকে গতকাল কোটা ইস্যুতে সুপ্রিম কোর্টের রায় কার্যত আন্দোলনকারীদের পক্ষেই ছিল। তবে এরপরও আন্দোলন ও হিংসা […]
তীব্র গরম জের, সৌদি আরবে হজে গিয়ে মৃত্যুর সংখ্যা ১৩০০ ছাড়াল
বেড়েই চলেছে মক্কায় মৃত পুণ্যযাত্রীদের সংখ্যা। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, হজ করতে গিয়ে মক্কায় এখনও পর্যন্ত ১৩০১ পুণ্যযাত্রীর মৃত্যু হয়েছে। একটি বিবৃতিতে সৌদি সরকার জানায়, মূলত তাপপ্রবাহের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। কিছু মানুষ এখনও পর্যন্ত ১৩০১ জনের মৃত্যু হয়েছে। বিদেশমন্ত্রকের তরফে এও জানানো হয়, মৃতদের মধ্যে ৮৩ শতাংশই হজের অনুমোদন না পেয়ে রোদের মধ্যে […]