রাম নবমীতে ত্রিপুরার আগরতলায় জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বক্তৃতার শুরুতে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘আজ রাম নবমীর একটি ঐতিহাসিক উপলক্ষ। আজ ৫০০ বছরের অপেক্ষা শেষ হয়েছে। ৫০০ বছর পর রামলালা অবশেষে অযোধ্যার রাম মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছেন বলে মন্তব্য করেন নরেন্দ্র মোদি। আর মাত্র কয়েক মিনিট পর পবিত্র নগরী অযোধ্যার রাম মন্দিরে সূর্য তিলক লাগিয়ে ভগবান রামের জন্মবার্ষিকী পালিত হবে। আগামী ৪ জুন ফলাফল কী হতে চলেছে তা স্পষ্ট দেখা যাচ্ছে। তাই তো লোকে বলে- ৪ জুন ৪০০ পার! আবারও মোদি সরকার।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিজেপিই সেই দল যা সবকা সাথ, সবকা বিকাশের মন্ত্র অনুসরণ করে। এনডিএ সরকারের স্কিমগুলিতে কোনও বৈষম্য নেই, প্রত্যেকেই তাদের সুবিধা পায়। এখন এনডিএ দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছানোর এবং তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, আজ সারা দেশে মোদির গ্যারান্টি চলছে। নর্থ ইস্ট নিজেই মোদির গ্যারান্টির সাক্ষী। যে উত্তর-পূর্বকে কংগ্রেস কেবল সমস্যাই দিয়েছিল, বিজেপি সেই উত্তর-পূর্বকে সম্ভাবনার উৎস বানিয়েছে। সমাবেশে ভাষণ দেওয়ার সময়, প্রধানমন্ত্রী বলেন, মোদি গ্যারান্টি যে ৭০ বছরের বেশি বয়সী সমস্ত বয়স্করা আয়ুষ্মান প্রকল্পের অধীনে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিত্সা সুবিধা পাবেন।
Related Posts
ভিনেশ ফোগাটের বিরুদ্ধে চিটিংয়ের অভিযোগ তুলে বিজেপির রোষে কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং
ভিনেশ ফোগাটের বিরুদ্ধে চিটিংয়ের অভিযোগ তুলে বিপাকে পড়লেন ব্রিজভূষণ শরণ সিং। সূত্রের খবর, তাঁকে BJP-র তরফ থেকে সতর্ক করা হয়েছে। সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতিকে ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া প্রসঙ্গে কোনও মন্তব্য করতে নিষেধ করেছে দল। সূত্রে মারফত আরও জানা যাচ্ছে, ভিনেশ ফোগাট, বজরং পুনিয়ার রাজনীতিতে যোগদানের বিষয় নিয়ে মুখ খুললে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁর […]
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সীতারাম ইয়েচুরি। জানা গিয়েছে, নিউমোনিয়ায় আক্রান্ত তিনি। বর্তমানে দিল্লির AIIMS হাসপাতালের ICU-তে চিকিৎসাধীন সিপিএমের সাধারণ সম্পাদক। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন সীতারাম ইয়েচুরি। সোমবার জ্বর বাড়লে কোনওরকম ঝুঁকি না নিয়ে তাঁকে দিল্লির AIIMS হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে নানারকম মেডিক্যাল পরীক্ষা […]
নতুন চাকরি হলেই এক মাসের বেতন দেবে কেন্দ্র
আজ, মঙ্গলবার তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেটের শুরুতেই অর্থমন্ত্রী জানালেন, এবারের বাজেটে ৯টি বিষয়ের উপরে জোর ৷ শিক্ষা, প্রশিক্ষণ, কৃষি উৎপাদন, কমর্সংস্থান, পরিকাঠামোয় জোর৷ বাজেটে নজর গরিব, যুব, মহিলা ও কৃষকদের উপরে। চাকরিজীবীদের জন্য নতুন প্রকল্প আনতে চলেছে সরকার। কর্মসংস্থানের জন্য প্রধানমন্ত্রীর প্যাকেজে তিনটি প্রকল্প আনা হচ্ছে বলেই […]