ভোট গণনার মধ্যেই বিজেপি সদর দফতরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে তিনি জয় জগন্নাথ নামে সম্বোধন শুরু করেন। তিনি বলেন, আমরা সকলেই জনগণের কাছে ঋণী। জনগণ এনডিএ এবং বিজেপির প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছে। আজকের বিজয় বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের বিজয়। এটা ভারতের সংবিধানের প্রতি অটুট আনুগত্যের জয়। এটি উন্নত ভারতের প্রতিশ্রুতির বিজয়। এটা সবার সমর্থন, সবার উন্নয়নের জয়। এটাই এই মন্ত্রের জয়। এটা ১৪০ কোটি ভারতীয়ের বিজয়। তিনি আরও বলেন, আজ দেশের নির্বাচন কমিশনকেও অভিনন্দন জানাব। এত দক্ষতার সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন পরিচালনা করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচনে প্রায় 100 কোটি ভোটার, 11 লাখ ভোটকেন্দ্র, 55 লাখ ভোটিং মেশিন এবং 1.5 কোটি পোলিং কর্মী একসঙ্গে কাজ করেছেন। প্রত্যেক ভারতীয় ভারতের নির্বাচন প্রক্রিয়া এবং সমগ্র নির্বাচন ব্যবস্থা নিয়ে গর্বিত। এটি নিজেই একটি বড় গর্বের বিষয়।
Related Posts
গোমাংস নিয়ে কেন যাচ্ছেন ? মহারাষ্টের নাসিকে ট্রেনের মধ্যেই বৃদ্ধকে ঘুষি-চড়-লাথি
হরিয়ানায় গরুর মাংস খেয়েছে সন্দেহে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিককে নির্মমভাবে মারধর করা হয় ৷ মৃত ওই শ্রমিক ছিলেন দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা ৷ এবার ফের প্রায় একই ঘটনার সাক্ষী থাকল মহারাষ্ট্র ৷ হরিয়ানায় ওই শ্রমিকের বিরুদ্ধে অভিযোগ ওঠে গোমাংস খাওয়ার ৷ আর নাসিকে অভিযোগটি ট্রেনে গোমাংস নিয়ে যাওয়ার ৷ সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োয় […]
বন্ধ হয়ে গেল তারাতলার ব্রিটানিয়া বিস্কুট কারখানা
তারাতলায় ব্রিটানিয়া কোম্পানির প্রোডাকশন বন্ধ হয়ে গেল। সূত্রের খবর, কোম্পানিতে স্থায়ী কর্মী ছিলেন ১২২ জন, অস্থায়ী কর্মী ছিলেন ২৫০ জন। আড়াই হাজার টন প্রোডাকশন হত প্রতি বছর। ২০০৪ সাল থেকে যে আড়াইশো জন অস্থায়ী কর্মী কাজ করছিলেন তাঁদেরকে কোম্পানি কোনও টাকাপয়সা না দিয়ে এই কোম্পানি বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ। এমনই দাবি অস্থায়ী কর্মীদের। স্থায়ী […]
বিহার, অন্ধ্রপ্রদেশের দিকে বিশেষ নজর, জোট শরিকদের মন জয়ে বাজেটে একাধিক প্রকল্প ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর
মঙ্গলবার পূর্ণাঙ্গ বাজেট পেশ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। তৃতীয় মোদি সরকারের প্রথম এবং অর্থমন্ত্রী হিসেবে নির্মলার সপ্তম বাজেট এটা। আর্থিক সুরাহার পাশাপাশি ‘বিকশিত ভারত ২০৪৭’-এর রূপরেখা থাকবে বলে আশা করা হচ্ছে। দেশের দ্বিতীয় অর্থমন্ত্রী হিসেবে পরপর সাতবার বাজেট পেশ করার রেকর্ড গড়লেন নির্মলা সীতারমণ। এবারের বাজেটে জোট শরিক বিহার, অন্ধ্রপ্রদেশের দিকে বিশেষ নজর দিল মোদি সরকার। বিহারে বিভিন্ন […]