শেষ দফা ভোটের আগে প্রচারে ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, মঙ্গলবার একদিকে প্রধানমন্ত্রীর যেমন জোড়া সভা রয়েছে পাশাপাশি কলকাতায় রোড শোও করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুপুর আড়াইটেয় বারাসত লোকসভা কেন্দ্রের অশোকনগরে প্রথম সভা মোদির। এরপর যাদবপুর লোকসভা কেন্দ্রের বারুইপুরে দ্বিতীয় জনসভা করবেন নরেন্দ্র মোদি। আজ, মঙ্গলবারের তিনটি রাজনৈতিক কর্মসূচির মধ্যে একেবারে শেষে কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা ছ’টায় শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি সিমলা স্ট্রিট পর্যন্ত রোড শো করবেন মোদি। সপ্তম দফা লোকসভা নির্বাচনের আগে আজ প্রধানমন্ত্রীর বঙ্গের তিন কর্মসূচিকে সামনে রেখে প্রস্তুতি চলছে জোর কদমে। সোমবার রাতে ইতিমধ্যেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর রোড শো-র যাত্রাপথ সরেজমিনে খতিয়ে দেখেন। আর আজ বঙ্গে জোড়া সভা থেকে প্রধানমন্ত্রী কী বার্তা দেন? সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত, আজ কলকাতায় প্রধানমন্ত্রী রোড শো করার আগে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে প্রথমে নেতাজি মূর্তিতে মাল্যদান এবং রোড শো শেষ করে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে স্বামীজীর মূর্তিতে মাল্যদানও করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে খবর।
Related Posts
আচমকাই প্রশাসনিক বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী
আচমকাই প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর। ১১ জুনের বৈঠকের ফল জানতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণেই আজ, বৃহস্পতিবার রাজ্য ও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী। আজ দুপুর আড়াইটে থেকে বৈঠক৷ সরকারি জমি জবরদখল করার অভিযোগ উঠলে আর রেয়াত করা হবে না। গত সপ্তাহে নবান্নে জরুরি বৈঠক করে এই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন […]
শুক্রবার ১২ ঘণ্টা বাংলা বনধ ডাকলো SUCI, জনজীবন স্বাভাবিক রাখতে তৎপর নবান্ন
এসইউসিআই নেতৃত্ব জানিয়েছে, আগামীকাল ১৬ অগস্ট সকাল ৬টা থেকে ১২ ঘণ্টা জনসাধারণের কাছে অনুরোধ করছি রাজ্য়ের সমস্ত জনসাধারণ ১২ ঘণ্টা সাধারণ ধর্মঘট পালন করুন। সমস্ত ক্লাব সহ যত রকমের সংগঠন রয়েছে সমস্ত মানুষের কাছে অনুরোধ করছি প্রতিবাদ জানিয়ে সাধারণ ধর্মঘটের আয়োজন করা হয়েছে। আরজিকরে মাঝরাতে যেভাবে তাণ্ডব চালানো হয়েছিল তারই প্রতিবাদে এই ১২ ঘণ্টার বনধের […]
রাজ্যজুড়ে ঘূর্নিঝড়ের তাণ্ডব, মুখ্যসচিবের থেকে ক্ষয়ক্ষতির রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রী
ঝড়ে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? মুখ্যসচিবের থেকে তার রিপোর্ট নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘রিমল’-এর জন্য এখনও পর্যন্ত কী ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। গোটা বিষয়টি নিয়ে এদিন বিস্তারিত রিপোর্ট নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যসচিবের থেকে। এদিকে ঘূর্ণিঝড় ‘রিমল’-এ এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। কলকাতায, দক্ষিণ ২৪ পরগনা সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে ৫ জনের […]