শেষ দফার নিবার্চনের আগে কলকাতায় প্রথম রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক ঝলক প্রধানমন্ত্রীকে দেখার জন্য ঘণ্টা তিনেক ধরে রাস্তার পাশে ভিড় জমিয়েছিল উৎসুক জনতা। প্রধানমন্ত্রী এলেন ৭.১০ মিনিটে। শুরু হল রোড শো। শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে শুরু হয়ে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে মোদির রোড শো শেষ হয় এদিন। প্রধানমন্ত্রীকে দেখার জন্য ভিড় উপচে পড়েছিল গোটা বিধান সরণী জুড়ে। তার আগে বাগবাজারে সারদা দেবীর বাড়িতে যান তিনি। সন্ন্যাসীদের সঙ্গে দেখা করেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে জিপে উঠে রোড শো শুরু হয়। মোদির সঙ্গে জিপে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়, দমদম লোকসভার বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধান সরণী জুড়ে ছড়িয়ে রাখা হয়েছিল ফুল। তার মধ্যে দিয়েই এগিয়ে চলে প্রধানমন্ত্রীর জিপ। জিপ থেকেই রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষের উদ্দেশ্যে হাত নাড়েন প্রধানমন্ত্রী। রোড শো শেষ হয় স্বামী বিবেকানন্দের বাড়ির কাছে এসে। স্বামী বিবেকানন্দের বাড়ি ঘুরে রাজভবনে চলে যান প্রধানমন্ত্রী। মঙ্গলবার রাতটা সেখানেই কাটিয়ে বুধবার ফের কলকাতায় প্রচার রয়েছে মোদির।
Related Posts
জোড়া ঘূর্ণাবর্ত সক্রিয়! সোমবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত ভারি বৃষ্টির পূর্বাভাস
ফের নিম্নচাপের ভ্রুকুটি। সোমবার থেকে বুধবারের মধ্যে বৃষ্টি বাড়ার সম্ভাবনা বাংলায়৷ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ইতঃস্তত-বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। প্রাথমিকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷ জোড়া ঘূর্ণাবর্তকে সংযোগ করেছে ‘শিয়ার জোন’। সোমবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা। রবিবার পরিষ্কার আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ সোমবার […]
মদ্যপান করে ডিউটি করলেই চাকরি বাতিল, সিভিক ভল্যান্টিয়ারদের বিরুদ্ধে কড়া নির্দেশিকা লালবাজারের
আরজি কর হাসপাতালে তরুণী চিকিত্সকের ধর্ষণ ও খুনে অভিযুক্ত এক সিভিক ভল্যান্টিয়ার। এনিয়ে প্রবল ক্ষোভ রয়েছে রাজ্যে। এর মধ্যেই আর এক কাণ্ড করলেন এক সিভিক। বিটি রোড সিঁথির মোড়ে চলছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিক্ষোভ। সেই বিক্ষোভ চলাকালীন ব্যারিকেডে ধাক্কা মারে এক মদ্যপ সিভিক ভল্যান্টিয়ার। গ্রেফতার করা হয়েছে ওই সিভিককে। তাকে বরখাস্তও করা হয়েছে। এরপরই তৎপর […]
পরপর সোনার দোকানে ডাকাতি, নয়া নির্দেশিকা লালবাজারের
একাধিক জায়গায় পর পর ডাকাতির ঘটনা ঘটে চলেছে । যদিও বেশ কয়েকটি জায়গায় পুলিশি তৎপরতায় সাফল্য পায়নি ডাকাত দল । তবে শহরতলির একাধিক জায়গায় পরপর একই রকমে ঘটনা ঘটনায় তৎপর হল লালবাজার ।জানা গিয়েছে, কলকাতা পুলিশের নগরপালের তরফে শহরের থানাগুলির অফিসার ইন-চার্জদের কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে । সংশ্লিষ্ট নির্দেশিকাগুলি ডেপুটি কমিশনারদের কাছেও পাঠানো হয়েছে । […]