গণনা মাঝপথে, এমতাবস্থায় লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেকটাই পিছিয়ে বিজেপি ৷ আর সেই বিষয়টিকে নিয়েই প্রধানমন্ত্রী মোদিকে খোঁচা দিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ ৷ মঙ্গলবার গণনার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পদত্যাগ করার জন্য বললেন জয়রাম রমেশ। এক্স-হ্যান্ডেলে জয়রাম রমেশ লিখেছেন, “তিনি (মোদি) এমন ভান করতেন যে, তিনি অসাধারণ। এখন এটা প্রমাণিত হয়েছে, বিদায়ী প্রধানমন্ত্রী প্রাক্তন হতে চলেছেন। নৈতিক দায়িত্ব নিন এবং পদত্যাগ করুন। এটাই এই নির্বাচনের বার্তা ৷” নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিজেপি দুপুর পর্যন্ত ২৪২টি আসনে এগিয়ে রয়েছে। যেখানে ম্যাজিক ফিগার ২৭২। কংগ্রেস ৯৫টি আসনে, সমাজবাদী পার্টি ৩৬টি, ডিএমকে ২১টি আসনে, তৃণমূল কংগ্রেস ৩১টি আসনে, শিবসেনা (উদ্ধব ঠাকরে) ১০টি আসনে, এনসিপি (এসপি) ৭টি আসনে, সিপিআই (এম) ৪টি আসনে এবং আম আদমি ৪টি আসনে এগিয়ে রয়েছে। বারাণসী থেকে কংগ্রেসের অজয় রাই সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থেকে বেশ কিছুটা এগিয়ে ছিলেন।
Related Posts
বিহারে মাঝ গঙ্গায় নৌকাডুবি, নিখোঁজ ৬
১৭ জন তীর্থযাত্রী নিয়ে মাঝ গঙ্গায় উলটে গেল নৌকা। বিহারের ঘটনা। এখনও পর্যন্ত ১১ জনকে উদ্ধার করা হলেও বাকিরা নিখোঁজ। উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। জানা গেছে, নৌকাটি উমানাথ ঘাট থেকে দিয়ারার দিকে যাচ্ছিল, সেই সময় দুর্ঘটনা ঘটে। সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট শুভপম কুমার জানিয়েছেন, নৌকাটি ছোট ছিল। তার মধ্যে ১৭ জন তীর্থযাত্রী ছিলেন। এখনও পর্যন্ত ১১ […]
উত্তরপ্রদেশের বারাণসীতে কানওয়ার যাত্রাপথে বন্ধ থাকবে সকল মাংসের দোকান নির্দেশ দিল পুরসভা
কানওয়ার যাত্রার শুরুতেই আরও কড়া পদক্ষেপ উত্তরপ্রদেশে। এবার কানওয়ার যাত্রাপথে সকল মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দিল বারাণসী পুরসভা। গোটা শ্রাবণ মাসেই ওই যাত্রাপথে মাংস ও পোল্ট্রির দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুণ্যার্থীদের ভাবাবেগে যাতে আঘাত না লাগে, তার জন্যেই এই পদক্ষেপ, জানিয়েছে পুরসভা। বারাণসীর মেয়র সন্দীপ শ্রীবাস্তব উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। […]
পাটনায় স্কুলের ভেতরের নালা থেকে উদ্ধার ৩ বছরের শিশুর দেহ
স্কুলের ভেতর থেকে ৩ বছরের শিশুর মৃতদেহ উদ্ধার হতেই রণক্ষেত্রের চেহারা নিল পাটনা । মৃত পড়ুয়ার পরিবারের তরফে আগুন লাগিয়ে দেওয়া হল স্কুলে । গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্ভবত খুন করা হয়েছে শিশুটিকে। বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ে স্কুলে গিয়েছিল শিশুটি। স্কুল ছুটির পর সে আর বাড়ি ফেরেনি। স্কুলে এসে পরিবারের […]