প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার জম্মু ও কাশ্মীরের উধমপুরে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। প্রধানমন্ত্রী মোদি বলেন, আমরা জম্মু ও কাশ্মীরের ৬০ বছরের সমস্যার সমাধান করেছি। আমাদের সরকার চ্যালেঞ্জগুলোকে চ্যালেঞ্জ করেছে। প্রধানমন্ত্রী মোদি এও বলেন, সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং পাথর নিক্ষেপ এখন আর সমস্যা নয়। তিনি বলেন যে কংগ্রেস এখানে ক্ষমতার জন্য ৩৭০ ধারার প্রাচীর তৈরি করেছে। আমরা সেই ৩৭০-এর প্রাচীর ভেঙে দিয়েছি। মাটিতে ৩৭০ ধ্বংসাবশেষ পুঁতেছি। কংগ্রেস ৩৭০ ধারা নিয়ে বিভ্রান্তি তৈরি করেছিল। ৩৭০ ধারার সমর্থকদের জম্মু ও কাশ্মীরের জনগণ প্রত্যাখ্যান করেছে। প্রধানমন্ত্রী মোদি বলেন, গত ১০ বছরে জম্মু ও কাশ্মীরের ছবি সম্পূর্ণ বদলে গেছে। সবচেয়ে বড় কথা এখানকার মানুষের মন পরিবর্তন হয়েছে। প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন যে সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ, পাথর ছোড়া, গুলিবর্ষণ…এগুলি আর নির্বাচনী বিষয় নয়। এর আগে, মাতা বৈষ্ণো দেবী যাত্রা হোক বা অমরনাথ যাত্রা, কীভাবে এটি নিরাপদে পরিচালনা করা যায় তা নিয়ে উদ্বেগ ছিল। কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন। প্রধানমন্ত্রী মোদি বলেন, আজ জম্মু ও কাশ্মীরে উন্নয়ন হচ্ছে এবং আস্থাও বাড়ছে। প্রধানমন্ত্রী মোদি বলেন, এই নির্বাচন শুধু সাংসদ নির্বাচনের নয়, এই নির্বাচন দেশে একটি শক্তিশালী সরকার গঠনের। একটি শক্তিশালী সরকার চ্যালেঞ্জ কাটিয়ে উঠবে। একটি শক্তিশালী সরকার কর্মক্ষমতা দেখায়। আমাদের সরকার চ্যালেঞ্জ মোকাবেলা করেছে। আমরা পুরানো শাসক প্রজন্মের কাছ থেকে জে-কে মুক্ত করেছি। প্রধানমন্ত্রী বলেন, মোদি একটি উন্নত ভারতের জন্য উন্নত জম্মু ও কাশ্মীর তৈরির নিশ্চয়তা দিচ্ছেন। তবে কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপি জম্মু ও কাশ্মীরকে সেই পুরনো দিনে ফিরিয়ে নিতে চায়। জম্মু ও কাশ্মীরের এতটা ক্ষতি আর কেউ করেনি যতটা পরিবার পরিচালিত দলগুলো করেছে। এরা দুর্নীতিবাজ। প্রধানমন্ত্রী মোদি বলেছেন, জম্মু-কাশ্মীরে এখন স্কুল পোড়ানো হয় না, স্কুলগুলো সাজানো হয়। এখন এখানে এইমস তৈরি হচ্ছে, আইআইটি তৈরি হচ্ছে, আইআইএম তৈরি হচ্ছে। এখন আধুনিক টানেল, আধুনিক চওড়া রাস্তা, চমৎকার রেল ভ্রমণ জম্মু ও কাশ্মীরের নিয়তি হয়ে উঠছে। আপনার স্বপ্ন পূরণের জন্য আমরা প্রতি মুহূর্তে কাজ করে যাচ্ছি।
Related Posts
NSG-র নামে ভুয়ো অ্যাকাউন্ট, ১.৬৬ কোটির জরিমানা অ্যাক্সিস ব্যাংককে
ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি-র নামে ভুয়ো অ্যাকাউন্ট খোলা ছিল অ্যাক্সিস ব্যাঙ্কের এক শাখায়। তবে সময় মতো সেই ভুয়ো অ্যাকাউন্ট শনাক্ত করতে পারেনি ব্যাঙ্ক কর্তৃপক্ষ। আর এই অ্যাকাউন্ট থেকে প্রচুর টাকার বেআইনি লেনদেনও হয়েছে বিগত দিনে। এই আবহে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তরফ থেকে ১.৬৬ কোটি টাকা জরিমানা করা হল অ্যাক্সিস ব্যাঙ্ককে। এই নিয়ে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স […]
ভোট পরবর্তী হিংসা মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত
ভোট পরবর্তী হিংসা মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল শীর্ষ আদালত। এ নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। ২০২১ সালের রাজ্যের বিধানসভা নির্বাচনের সময় কোচবিহারে ধর্ষণ এবং ভোট পরর্বতী হিংসার ঘটনা ঘটে। এই মামলা শিলিগুড়ির বিশেষ সিবিআই আদালতে শুরু হয়েছিল। সে সময় সিবিআই জানায়, বাদী পক্ষকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। ২০২৩ সালের ১৫ ডিসেম্বর সিবিআইয়ের […]
জম্মু-কাশ্মীরে বাদগামে খাদে পড়ল জওয়ানদের বাস, মৃত ৪, আহত ৯
জম্মু-কাশ্মীররের বাদগামে বিএসএফ জওয়ান বোঝাই বাস গিরিখাতে পড়ে মারা গেলেন চার জওয়ান। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন জওয়ান। শুক্রবার, এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। সূত্রে খবর, জম্মু – কাশ্মীরে আগামী দ্বিতীয় দফার নির্বাচনের জন্য একটি বাস বাদগামের পাশ দিয়ে যাচ্ছিল। সেই সময় ওয়াটারহালের ব্রেলের কাছে চাকা পিছলে যায় ফলে রাস্তা থেকে সরাসরি […]