পঞ্চম দফায় আজ আট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৪৯টি আসনে ভোট শুরু হয়েছে ৷ তার আগে পাঁচ ভাষায় টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বাংলাতেও টুইট করেছেন মোদি ৷ এদিন প্রধানমন্ত্রী লিখেছেন, “আট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে ২০২৪-এর লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় আজ যে সব কেন্দ্রে ভোট হচ্ছে, সেখানে রেকর্ড সংখ্যায় ভোটদানের জন্য সকলের কাছে আর্জি জানাচ্ছি।” একই সঙ্গে মহিলা ও তরুণ ভোটেরদের উদ্দেশেও ভোটদানের আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ তিনি লিখেছেন, “বিশেষ করে মহিলা এবং তরুণ ভোটারদের কাছে তাঁদের ভোটাধিকার প্রয়োগের আবেদন জানাচ্ছি।”
Related Posts
সঙ্ঘকে দিয়ে আমলা নিয়োগ! মোদি সরকারকে এবার ‘Anti-Constitutional’ বলে তোপ রাহুল গান্ধীর
নরেন্দ্র মোদি সরকারকেই এ বার ‘Anti-Constitutional’ বলে বিঁধলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নেপথ্যে, ইউপিএসসি-র চাকরিতে পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগের খবর। নানাবিধ মন্ত্রকের ১০ জন যুগ্ম সচিব এবং ৩৫ জন ডিরেক্টর বা উপ-সচিবের মতো ৪৫টি বিশেষ পদে ল্যাটারাল এন্ট্রির কথা জানিয়েছে কেন্দ্র। এই সব পদে নিয়োগ হয় মূলত আইএএস, আইপিএস, আইএফএস থেকে। আচমকা […]
বিজেপি দুর্নীতিবাজদের আস্তানায় পরিণত হয়েছে, যার জন্য দেশকে মূল্য দিতে হচ্ছে: রাহুল
প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধী শনিবার অভিযোগ করেছেন যে ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে দুর্নীতির একটি স্কুল চালাচ্ছেন, যেখানে তিনি নিজেই দুর্নীতির বিজ্ঞানের বিষয়ের অধীনে অনুদানের ব্যবসা সহ প্রতিটি অধ্যায় বিস্তারিতভাবে পড়াচ্ছেন।’ রাহুল গান্ধী অভিযোগ করেছেন যে বিজেপি কেন্দ্রীয় সংস্থার অভিযান থেকে অনুদান সংগ্রহ করছে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি পোস্টে রাহুল […]
ওড়িশায় বিজেপির মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহন মাঝি, বুধবার শপথ
ওড়িশায় নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহন চরণ মাঝি ৷ ওড়িশা বিজেপির পরিষদীয় দলের তরফে মোহন মাঝিকে বিধানসভার দলনেতা বেছে নেওয়া হয় মঙ্গলবার ৷ এরপরই তাঁর নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন রাজ্যে দলের পর্যবেক্ষক তথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ সেই সঙ্গে দুই উপমুখ্যমন্ত্রীর নামও ঘোষণা করেন রাজনাথ ৷ বুধবার শপথ নেবেন মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভার বাকি সদস্যরা ৷ […]