বাংলায় টুইট করে ভোটদানের আর্জি প্রধানমন্ত্রীর মোদির

পঞ্চম দফায় আজ আট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৪৯টি আসনে ভোট শুরু হয়েছে ৷ তার আগে পাঁচ ভাষায় টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বাংলাতেও টুইট করেছেন মোদি ৷ এদিন প্রধানমন্ত্রী লিখেছেন, “আট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে ২০২৪-এর লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় আজ যে সব কেন্দ্রে ভোট হচ্ছে, সেখানে রেকর্ড সংখ্যায় ভোটদানের জন্য সকলের কাছে আর্জি জানাচ্ছি।” একই সঙ্গে মহিলা ও তরুণ ভোটেরদের উদ্দেশেও ভোটদানের আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ তিনি লিখেছেন, “বিশেষ করে মহিলা এবং তরুণ ভোটারদের কাছে তাঁদের ভোটাধিকার প্রয়োগের আবেদন জানাচ্ছি।”

error: Content is protected !!