শেষ দফার ভোটের আগে বাংলায় মোদি। আগামী শনিবার সপ্তম দফায় ভোট হবে কলকাতা ও দুই ২৪ পরগনায়। বারাসাত কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। তাঁর সমর্থনে অশোকনগরে সভা করলেন প্রধানমন্ত্রী। কবে? আজ, মঙ্গলবার। মোদি বলেন, ‘স্বাধীনতার আগে একটা সময় ছিল, যখন সারা দেশ থেকে লাখো লাখো মানুষ বাংলায় কাজ করতে আসত। আজ বাংলায় বেশিরভাগ কারখানা বন্ধ। যুবকরা পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। জানতে চাই, বাংলার এই দুর্দশা কে করল’? তাঁর কথায়, ‘প্রথমে কংগ্রেস বাংলাকে লুটেছে, তারপর বামেরা লুটেছে। টিএমসি তো দু’হাতে লুঠছে। কংগ্রেস-সিপিএম-টিএমসি, তিনজনেই বাংলার কাছে অপরাধী’। এদিকে লোকসভা বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া জোট যোগ দিয়েছে তৃণমূল। যে জোটের শরিক বাম ও কংগ্রেসও। মোদি বলেন, ‘সিপিএমকে ভোট দিলে, টিএমপির পক্ষেই যাবে। সিপিএম ও কংগ্রেস একই মুদ্রার এপিঠ-ওপিঠ। এখানকার মুখ্যমন্ত্রী তো ঘোষণাও করে দিয়েছে, দিল্লিতে এদের সাহায্য় করবে। বাংলার মানুষ পর্দার পিছনে খেলাটা বুঝে ফেলেছে। তাই পশ্চিমবাংলার একটি আওয়াজ উঠছে, ফের একবার মোদি সরকার’।বাদ যায়নি ঘুর্ণিঝড় রিমালের প্রসঙ্গও। মোদি বলেন, ‘আমরা সবাই মিলে ঝড়ের মোকাবিলা করেছি। ঝড়ের দিকে ভারত সরকারের নজর ছিল। আমি খোঁজখবর নিচ্ছিলাম। NDRF ভালো কাজ করেছে’।
Related Posts
আজ থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু জেলায় জেলায়
গতকাল রাতে বৃষ্টি হয়েছে কলকাতা সহ কয়েকটি জেলায়। তবে দক্ষিণের কিছু জেলায় আজ থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হবে। শুক্রবার থেকে কিছুটা বাড়বে বৃষ্টির পরিমাণ। রবিবার আরও কিছুটা বাড়বে বৃষ্টি। চলতি উইক এন্ডে সাময়িক ভাবে তাপ্রবাহের কবলে বাইরে যেতে চলেছে বাংলা। বৃহস্পতিবার উত্তরের উপরের দিকের ৫ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। মালদহ এবং দক্ষিণ […]
নামতেই পারল না কপ্টার, খারাপ আবহাওয়ার জন্য শিলিগুড়ি পৌঁছেও অমিত শাহের দার্জিলিংয়ে সভা বাতিল
দ্বিতীয় দফার ভোটের প্রচারে বাংলায় দ্বিতীয়বার এসেও সভায় উপস্থিত থাকতে পারলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবাসরীয় দুপুরে দার্জিলিংয়ের সভা বাতিল করে, শিলিগুড়ি থেকেই ফিরে গেলেন তিনি। তবে যাওয়ার আগে বার্তা দিতে ভোলেননি শাহ। খারাপ আবহাওয়ার কারণে দার্জিলিংয়ে পৌঁছতে না পেরে ফোন মারফত বার্তা পাঠালেন তিনি। মাইকের সামনে ফোন রেখে সেই বার্তা জনসাধারণের কাছে পৌঁছে […]
বাগডোগরাকে আন্তর্জাতিক বিমানবন্দরের স্বীকৃতি দিল কেন্দ্রীয় সরকার
উত্তরবঙ্গের উন্নয়নে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল নরেন্দ্র মোদি সরকার। এবার বাগডোগরা বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরের স্বীকৃতি দিল তারা। এর ফলে বাগডোগরা বিমানবন্দর থেকে যে কোনও বিমান সংস্থা আন্তর্জাতিক বিমান চালাতে পারবে। সম্প্রতি রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের প্রতিমন্ত্রী মুরলিধর মোহল।ভারতীয় বায়ুসেনার অধীনস্থ বাগডোগরা বিমানবন্দর এতদিন সেনার অনুমতি নিয়ে নাগরিক উড্ডয়নের […]