দুর্বল সরকারের সুযোগ নিয়েছিল শত্রুরা: প্রধানমন্ত্রী

উত্তরাখণ্ডের ঋষিকেশে লোকসভা নির্বাচনের প্রচারে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরাখণ্ডের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র হুদকা বাজালেন। একইসঙ্গে সমাবেশে তিনি কংগ্রেস ও ভারত জোটকে নিশানা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে আজ দেশে এমন একটি সরকার রয়েছে যা গত ১০ বছরে ভারতকে আগের চেয়ে বহুগুণ শক্তিশালী করেছে। তিনি আরও বলেন, কংগ্রেস নেতাদের কাছে প্রথমে দিল্লির রাজপরিবার এবং তারপর তাদের নিজের পরিবারই সবকিছু। কিন্তু মোদির কাছে ভারত আমার পরিবার। ঋষিকেশের আইডিপিএল মাঠে জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘যখনই দেশে দুর্বল ও অস্থিতিশীল সরকার হয়েছে, শত্রুরা সুবিধা নিয়েছে এবং সন্ত্রাস ছড়িয়েছে। দেশে আজ শক্তিশালী মোদী সরকার, তাই তাদের বাড়িতে ঢুকে সন্ত্রাসীরা হত্যা করছে। যুদ্ধক্ষেত্রেও ভারতের তেরঙা নিরাপত্তার গ্যারান্টি হয়ে ওঠে। মোদি বলেন, সাত দশক পর জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদীর মতে, ‘কংগ্রেস সরকার থাকলে ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পেনশন কার্যকর হতো না। কিন্তু মোদি এটা করেছেন। মোদিই ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পেনশন বাস্তবায়ন করেছেন এবং তাদের অ্যাকাউন্টে ১ লাখ কোটি টাকারও বেশি স্থানান্তর করেছেন। কংগ্রেস শাসনামলে, সৈন্যদের বুলেটপ্রুফ জ্যাকেটও ছিল না। শত্রুর বুলেট থেকে রক্ষার উপযুক্ত ব্যবস্থা ছিল না। এটা বিজেপি, যে তার সৈন্যদের ভারতীয় তৈরি বুলেটপ্রুফ জ্যাকেট দিয়েছে এবং তাদের জীবন রক্ষা করেছে। আজ আধুনিক রাইফেল থেকে শুরু করে ফাইটার প্লেন এবং এয়ারক্রাফট ক্যারিয়ার সবই দেশেই তৈরি হচ্ছে। অযোধ্যা রাম মন্দিরের পবিত্রতায় কংগ্রেসের অংশগ্রহণ না করা নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘কংগ্রেস ভগবান রামের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে, রাম মন্দিরের বিরোধিতা করেছে, যতটা বাধা তৈরি করেছে। এর পরেও, তিনি পবিত্রতার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন, কিন্তু কংগ্রেস তাও বয়কট করেছিল। কংগ্রেস উন্নয়ন ও ঐতিহ্য দুটোরই বিরোধী। দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, তখন মধ্যস্বত্বভোগীরা ঠিকই তাদের টাকা খেতেন। এখন মানুষের প্রাপ্য অর্থ সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হচ্ছে। মোদি এই লুটপাট বন্ধ করেছেন, তাই মোদির ওপর তাদের (বিরোধীদের) ক্ষোভ আকাশ ছোঁয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!