বিহার সফরের দ্বিতীয় দিনে পাটনার গুরুদ্বারে প্রধানমন্ত্রী মোদি

সোমবার বিহার সফরের দ্বিতীয় দিনে, পাটনার শ্রী হরমন্দির সাহিব গুরুদ্বারে আসেন প্রধানমন্ত্রী মোদি। গুরুদ্বারে এসে প্রধানমন্ত্রী মোদি প্রার্থনা করেন এবং লঙ্গরে খাবার খান। এই সময় প্রধানমন্ত্রী মোদিকে গুরুদুয়ারা পাটনা সাহেবে লঙ্গর পরিবেশন করতে দেখা গেছে। এর পরে, প্রধানমন্ত্রী লঙ্গারের সারিতে বসা লোকদের জন্য রোটি তৈরি করেন এবং খাবার পরিবেশন করেন। প্রায় ২০ মিনিট গুরুদ্বারে ছিলেন প্রধানমন্ত্রী মোদি। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ ও কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে। গুরুদ্বারে পৌঁছানোর সময় রাস্তার প্রস্থ কম থাকায় পথে আটকে যায় প্রধানমন্ত্রীর গাড়ি। ব্যারিকেড সরিয়ে গাড়িটিকে সামনে নিয়ে যাওয়া হয়।

error: Content is protected !!