ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী। ৩ মে রাজ্যে তিনটি জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ওইদিন কৃষ্ণনগর, বর্ধমান পূর্ব ও বোলপুর লোকসভা কেন্দ্রে জনসভা রয়েছে। তার আগে বৃহস্পতিবার ২ মে রাজ্যে চলে আসার কথা প্রধানমন্ত্রীর। বৃহস্পতিবার রাজভবনে রাত্রিবাস করার কথা মোদির। প্রধানমন্ত্রীর রাজ্য সফর ঘিরে আজ কলকাতায় বিভিন্ন রাস্তায় যানচলাচল নিয়ন্ত্রণ করা হবে। কাল শুক্রবারও সকালে যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। কলকাতাজুড়ে কড়া নিরাপত্তা রয়েছে। মার্চের শুরুতেই কৃষ্ণনগর কলেজ মাঠে একটি সভা করেছিলেন। তাই এবার কৃষ্ণনগর লোকসভার তেহট্টতে সভা করার কথা রয়েছে মোদির। কৃষ্ণনগর আসনটিতে প্রচারে এবার জোর দিয়েছে গেরুয়া শিবির। তাই দুমাসের ব্যবধানে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে দুটি সভা করছেন প্রধানমন্ত্রী। কৃষ্ণনগরে বিজেপির প্রার্থী রাজমাতা অমৃতা রায় । তিনি প্রার্থী হওয়ার পর ফোনে তাঁর সঙ্গে কথা বলে লড়াইয়ের মন্ত্র দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার তাঁর হয়ে নির্বাচনী প্রচার করবেন। পাশাপাশি কৃষ্ণনগর লোকসভা এলাকায় মতুয়া ভোটও বিজেপির লক্ষ্য।
Related Posts
একক সংখ্যাগরিষ্ঠতা পাননি বিজেপি, সেটাই মোদির হার: মুখ্যমন্ত্রী
ভোট ফেরত সমীক্ষাকে কার্যত উড়িয়ে দিয়ে রাজ্যে জয়জয়কার তৃণমূল কংগ্রেসের। আর এই জয়ের পর সাংবাদিক সম্মেলনে দেশবাসীকে অভিনন্দন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ দাবি করে এদিন মমতার সাফ বক্তব্য, ‘আমি খুশি মোদি একক সংখ্যাগরিষ্ঠতা পাননি। ওঁর পদ ছেড়ে দেওয়া উচিত। আমি ‘পগারপার’ বলেছিলাম। এখন ওদের জিডিপি আর নীতীশ কুমারের পা ধরতে […]
রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়
কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় ৷ আরজি কর-কাণ্ডে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলকে হেফাজতে নিয়ে তদন্তের দাবিতে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন তিনি ৷ তার কয়েক ঘণ্টার মধ্যেই সুখেন্দুশেখরকে নোটিশ পাঠিয়ে লালবাজারে তলব করে কলকাতা পুলিশ ৷ কিন্তু, পুলিশের সেই নোটিশ তিনি উপেক্ষা করেন ৷ তারপর আজ সকালেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন […]
বড়বাজারের মেহেতা বিল্ডিংয়ে আগুন
এবার বড়বাজারের মেহেতা বিল্ডিংয়ে আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।বড়বাজারের মেহেতা বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 10টি ইঞ্জিন ৷ কী থেকে আগুন লাগল তার কারণ এখনও স্পষ্ট নয়। তবে, ওই বিল্ডিংয়ের তিনতলায় কেমিক্যালের গোডাউনে আগুন লেগেছে বলেই স্থানীয়দের দাবি। এদিন বিকেল চারটে নাগাদ বিল্ডিং থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায় ৷ তা দেখার পরই আতঙ্ক ছড়ায় […]