এনডিএ-র বৈঠকের পরেই দুই প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী এবং মুরলীমনোহর জোশীর বাড়িতে গেলেন নরেন্দ্র মোদী। শুক্রবারই এনডিএ-র বৈঠকে জোটের সংসদীয় দলের নেতা হিসাবে নির্বাচিত হয়েছেন মোদী। ওই বৈঠকের পরেই প্রথম আডবাণী, পরে জোশীর বাড়িতে যান তিনি। শেষে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাড়িতে যান তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলা মোদী। তিন জনের হাতেই পুষ্পস্তবক দিয়ে হাতজোড় করে নমস্কার জানান মোদি। প্রতিনমস্কার করেন আডবাণী, জোশী, কোবিন্দও। বিজেপির অন্দরের অনেকেই মনে করেন, আডবাণী মোদির রাজনৈতিক গুরু। গুজরাত হিংসার সময় মুখ্যমন্ত্রী মোদীর ভূমিকা নিয়ে ক্ষুব্ধ ছিলেন অটলবিহারী বাজপেয়ী সহ বিজেপির অন্য শীর্ষনেতারা। কিন্তু শোনা যায়, সেই সময় মোদির পাশে দাঁড়িয়েছিলেন আডবাণী। অন্য দিকে, দীর্ঘ দিনের বিজেপিশ্রুতি হল, একদা রামজন্মভূমি আন্দোলনের অন্যতম মুখ জোশীর সঙ্গে মোদীর সম্পর্ক খুব একটা ‘স্বাভাবিক’ নয়। গত ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধনেও ডাক পাননি আডবাণী, জোশীরা। যদিও রামমন্দির ট্রাস্টের তরফে সেই সময় জানানো হয়েছিল, তাঁদের বয়স বিবেচনা করেই উদ্বোধনী অনুষ্ঠানে না আসার জন্য অনুরোধ করা হয়েছিল, যা দু’জনেই মেনে নিয়েছেন। শুক্রবার বিকেলেই সরকার গঠনের দাবি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবে এনডিএ-র প্রতিনিধি দল। এবার লোকসভায় সরকার গড়ার জন্য প্রয়োজনীয় জাদুসংখ্যা ছুঁতে পারেনি বিজেপি। সরকার চালাতে শরিক দলগুলিই এখন ভরসা পদ্মশিবিরের। এই পরিস্থিতিতে ‘মার্গদর্শকমণ্ডলী’র দুই নেতা আডবাণী এবং জোশীর কাছে মোদী মার্গ (পথ) দর্শন করতে গেলেন কি না, তা নিয়ে চর্চা শুরু হয়েছে।
Related Posts
দিল্লিতে তীব্র গরমে হিটস্ট্রোকে মৃত বিহারের যুবক
দিল্লিতে তীব্র গরমে হিটস্ট্রোকে বলি হলেন বিহারের দ্বারভাঙার বাসিন্দা বছর ৪০ এর যুবক। রাজধানীর রাম মনোহর লোহিয়া হাসপাতালে বুধবার তিনি মারা যান। মৃত্যুর কারণ হিটস্ট্রোক। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি যে ঘরে থাকতেন, সেখানে পাখা বা কুলার কিছুই ছিল না। ওই যুবকের শরীরের তাপমাত্রা একটা সময় ১০৭ ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। যা স্বাভাবিকের থেকে অন্তত ১০ ডিগ্রি […]
সংসদের আসন্ন অধিবেশনে কৃষকদের দাবি তুলে ধরবে তৃণমূল, আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
হরিয়ানায় ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে আন্দোলনকারী কৃষকদের পাশে থাকার বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ অর্থাৎ সোমবার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনের নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল খানাউরি সীমানায় গিয়ে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে দেখা করেন । সেখানেই আন্দোলনকারীদের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আসন্ন লোকসভার অধিবেশনে তাঁর দলের […]
‘চাঁদিপুরা’ ভাইরাসে ৫ দিনে ৬ শিশুর মৃত্যু গুজরাতে
নয়া এক মারণ ভাইরাসের ব্যাপক প্রকোপে কপালে চন্তার ভাঁজ পড়ল স্বাস্থ্য কর্তাদের। এই আতঙ্কের নাম চাঁদিপুরা ভাইরাস। জানা যাচ্ছে, গত ৫ দিনে এই ভাইরাসের প্রকোপে গুজরাটে মৃত্যু হয়েছে ৬ শিশুর। এর পরই ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে কার্যত ‘অ্যালার্ট মোডে’ চলে এসেছে গুজরাতের স্বাস্থ্যদপ্তর। গুজরাত সরকারের তরফে জানা যাচ্ছে, শুরুতে চাঁদিপুরা ভাইরাসে মাত্র ৪ জন আক্রান্তের খবর […]