তৃতীয় দফায় নিজের প্রধানমন্ত্রিত্বে প্রথম কূটনৈতিক ইনিংস শুরু করতে চলেছেন নরেন্দ্র মোদি আমেরিকা এবং ইউরোপের শক্তিধর দেশগুলির সঙ্গে। জি-৭-এর আমন্ত্রণমূলক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার চব্বিশ ঘণ্টার সফরে তিনি যাচ্ছেন ইটালি। সে দেশের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে তাঁর।আমেরিকা, কানাডা, ফ্রান্স, ইটালি, ব্রিটেন, জার্মানি ও জাপানকে নিয়ে এই জি-৭-এর পঞ্চাশতম অধিবেশন বসছে ‘নতুন ঠান্ডা যুদ্ধের’ ছায়ায়। এক দিকে পশ্চিমি বিশ্ব, অন্য দিকে চিন-রাশিয়ার অক্ষ। কূটনৈতিক শিবিরের মতে, ভারতের কাছে এই পরিস্থিতি একটা বড় সুযোগ জাতীয় স্বার্থকে সামনে রেখে আন্তর্জাতিক মানচিত্রে গুরুত্বপূর্ণ অবস্থান নেওয়ার। আগামী মাসেই এসসিও সম্মেলনে যোগ গিতে মোদী কাজ়াখস্তান যাবেন। সেখানে চিনা ও রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হবে।
Related Posts
দিল্লি বিশ্ববিদ্যালয়ে ধর্মেন্দ্র প্রধানকে কালো পতাকা, অনুষ্ঠান বাতিল, নিট-নেট দুনীতি কাণ্ডে বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী
নিটে দুর্নীতির অভিযোগ এবং বিভিন্ন বিষয়ে গবেষণার প্রবেশিকা পরীক্ষা নেট বাতিল করে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন চলছে দেশ জুড়ে। বার বার বিক্ষোভের মুখে পড়ছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বিক্ষোভ দেখাতে পথে নেমেছেন ছাত্রছাত্রীরাও। এই বিক্ষোভের জেরেই শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হলেন শিক্ষামন্ত্রী। তিনি সেখানে গিয়েছিলেন। কিন্তু তাঁকে কালো পতাকা দেখানো হয়। তার […]
ওড়িশায় বিজেপির মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহন মাঝি, বুধবার শপথ
ওড়িশায় নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহন চরণ মাঝি ৷ ওড়িশা বিজেপির পরিষদীয় দলের তরফে মোহন মাঝিকে বিধানসভার দলনেতা বেছে নেওয়া হয় মঙ্গলবার ৷ এরপরই তাঁর নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন রাজ্যে দলের পর্যবেক্ষক তথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ সেই সঙ্গে দুই উপমুখ্যমন্ত্রীর নামও ঘোষণা করেন রাজনাথ ৷ বুধবার শপথ নেবেন মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভার বাকি সদস্যরা ৷ […]
‘আজ তো ট্রায়ালে এসেছি, ফাইনাল তো আভি বাকি হ্যায়!’ অসমে সরকার গঠনের ডাক মমতার
বাংলা ছেড়ে লোকসভা ভোটের প্রচারে এবার অসমের শিলচরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই নরেন্দ্র মোদিকে আক্রমণ শানালেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”কখনও কখনও ভয় দেখিয়ে টাকার বান্ডিল দিয়ে দেবে। রোজ রোজ ভয় কেন? কাকে ভয় পাবেন? এবার যদি মোদি কোনও ভাবে জিতে যায়, দেশে কোনও গণতন্ত্র থাকবে না। দেশকে বেঁচে দেবে। আপনার চমকানি, […]