মঙ্গলবার গ্রেফতারও করা হল নবান্ন অভিযানে ‘বডি পড়বে’ বলা তিন বিজেপি নেতাকে। মঙ্গলবারের নবান্ন অভিযান নিয়ে তৃণমূলের প্রকাশ করা দু’টি ‘গোপন ভিডিয়ো’ (যার সত্যতা আনন্দবাজার অনলাইন যাচাই করেনি)-র সূত্র ধরে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে বাবলু গঙ্গোপাধ্যায়, সৌমেন চট্টোপাধ্যায় এবং বিপ্লব মালকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি আটক করা হয়েছে বিজেপির পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি শঙ্কর গুছাইতকে। পুলিশ সূত্রে খবর, নবান্ন অভিযানে যাওয়ার জন্য মেদিনীপুর স্টেশনের দূরপাল্লার ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছিলেন শঙ্কর। সেখান থেকেই তাঁকে আটক করা হয়। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির আরও সমর্থক। অন্য দিকে, গ্রেফতার হওয়া তিন বিজেপি নেতাকে দেখা গিয়েছিল তৃণমূল প্রকাশিত নবান্ন অভিযান সংক্রান্ত কয়েকটি ভিডিয়োয। ওই ভিডিয়োয় তাঁদের প্রত্যেককেই নবান্ন অভিযানে অশান্তির স্পষ্ট ইঙ্গিত দিতে শোনা যায়। ‘বডি পড়বে’, ‘রাবার বুলেট’ চলবে জাতীয় মন্তব্যও করতে শোনা যায় তাঁদের। ওই তিন বিজেপি নেতার মধ্যে বাবলু ঘাটাল মহকুমার অন্তর্গত খড়ার পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের একমাত্র বিজেপি কাউন্সিলর। বিপ্লব চন্দ্রকোনা-২ ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি এবং সৌমেন বিজেপি নেতা বলে জানিয়েছিল পুলিশ। তিন জনকেই সোমবার আটক করে জেরা করা হয়। পরে গ্রেফতার করা হয় তাঁদের। মঙ্গলবার তাঁদের ঘাটাল মহকুমা আদালতেও তোলা হবে।
Related Posts
‘ডাইনি’ অপবাদে ২ আদিবাসী মহিলাকে পিটিয়ে খুন, গ্রেফতার ১৭ জনের জেল হেফাজত
বীরভূমের ময়ূরেশ্বরে ‘ডাইনি’ অপবাদে দুই আদিবাসী মহিলাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছিল ৷ সেই ঘটনায় ফের এক নাবালিকা ও পাঁচ মহিলাকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে এই ঘটনায় মূল পাণ্ডা-সহ মোট ২১ জনকে গ্রেফতার করলেন বীরভূমের ময়ূরেশ্বর থানার আধিকারিকরা । রবিবার ধৃত ৬ জনকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। বিচারক ১৩ দিনের জেল হেফাজত দিয়েছেন […]
হাওড়ায় রেলিং টপকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার চেষ্টা, যুবকের কীর্তিতে নাজেহাল পুলিশ
হাওড়া ব্রিজ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা এক যুবকের। যুবকটিকে উদ্ধার করেন পুলিশ কর্মীরা। যুবকটি মানসিকভাবে অসুস্থ বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যুবকটির নাম, পরিচয় এবং বাসস্থান জানার চেষ্টা করছে পুলিশ। হাওড়া ব্রিজে ব্যস্ত সময়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সকালে হাওড়া ব্রিজে ফুটপাথের রেলিং টপকে গঙ্গায় ঝাঁপ মারার চেষ্টা করে এক যুবক। কর্তব্যরত […]
সন্দেশখালির ঘটনায় বিজেপি নেত্রী পিয়ালি দাসের বিরুদ্ধে ব্যবস্থা নয়, নির্দেশ হাইকোর্টের
বিজেপি নেত্রী পিয়ালি দাসের বিরুদ্ধে এখনই কোনও রকম পদক্ষেপ নেওয়া যাবে না বলে সাফ জানাল হাইকোর্ট ৷ বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ ৷ পাশাপাশি পিয়ালি দাসের মামলা বিচারপতি জয় সেনগুপ্তর রেগুলার বেঞ্চেই ফেরত পাঠালেন বিচারপতি অমৃতা সিনহা। এদিন, মামলার শুনানিতে হাইকোর্টের তরফে জানানো হয়েছে, শুক্রবার পর্যন্ত এই বিষয়ে নিম্ন আদালতে কোনও প্রক্রিয়া […]