সিটের হাতে তুলে দেওয়া হল যৌন কেলেঙ্কারি কাণ্ডে অভিযুক্ত প্রজ্জল রেভান্নকে

যৌন কেলেঙ্কারি ভিডিও কাণ্ডে জেডিএসের প্রাক্তন সাংসদ প্রজ্জল রেভান্নকে সিটের হাতে তুলে দেওয়া হল। তাঁর বিরুদ্ধে ধর্ষণেরও অভিযোগ রয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রজ্জল ১৮ জুন পর্যন্ত সিটের হেফাজতে থাকবে। আদালত এর আগে তাঁকে ২৪ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। বেঙ্গালুরু প্রধান সংশোধনাগারে প্রজ্জলকে পাঠানো হয়েছিল ১০ জুন পর্যন্ত। তবে এই নির্দেশের পর সিটের পক্ষ থেকে প্রজ্জলকে ধর্ষণের মামলায় হেফাজতে চাওয়ার অনুমতি চাওয়া হয়। আদালত এরপরই সিটের অনুরোধ মেনে নেয়। জেলে থাকাকালীন প্রজ্জলকে অন্য অপরাধীদের মতই খাবার দেওয়া হয়েছে। প্রসঙ্গত, লোকসভা ভোটের সময় জার্মানি থেকে ফেরত এসে আত্মসমর্পণ করে প্রজ্জল। এরপর থেকেই এতদিন জেল হেফাজতে ছিল সে। আর এবার তাঁকে তুলে দেওয়া হল সিটের হাতে।   

error: Content is protected !!