প্রায় ৬ বছর পর ‘লাহোর ১৯৪৭’ ছবি দিয়ে তিনি বলিউডে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত ‘সোলজার’ অভিনেত্রী প্রীতি জিন্টা। এত বছর পরে কাজে ফেরা অভিনেত্রীর জন্য বেশ চ্যালেঞ্জিং। কারণ তাঁর দুই সন্তান। মেয়ে জিয়ার বয়স আড়াই বছর মাত্র। ছেলে একটু বড়। একটি সাক্ষাত্কারে, অভিনেত্রী সম্প্রতি জানিয়েছেন তিনি কেন এতটা সময় নিলেন বলিউডে ফিরতে। অভিনেত্রী তাঁর ব্যক্তিগত জীবনে মনোযোগ দিয়েছেন। অভিনয় ছাড়াও আরও অনেক কিছু করতে চান তিনি। তাঁর কথায়, “আমি চলচ্চিত্র করতে চাইনি। আমি ব্যবসায় ফোকাস করছিলাম। আমি আমার ব্যক্তিগত জীবনে ফোকাস করতে চেয়েছিলাম। লোকেরা ভুলে যায় যে অভিনেত্রীদের একটি ব্যক্তিগত জীবনও থাকে। আমি ইন্ডাস্ট্রির কাউকে ডেট করিনি। তাই আমার ব্যক্তিগত জীবন অনেকের কাছেই অজানা।” তিনি আরও বলেন, “জীবনে অ্যাডভেঞ্চার বিষয়টি দুর্দান্ত। তবে জীবনকে ভালভাবে যাপন করতে ভুলে গেলে চলবে না । তাই আমি সন্তান নিতে চেয়েছিলাম। ব্যবসাও করতে চেয়েছিলাম। পাশাপাশি নিজের উপর ফোকাস করতে চেয়েছিলাম। নিজের ভিতরের অভিনেতাকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম।” এসবের পাশাপাশি কাজের জগতে ইক্যুয়ালিটি নিয়েও মুখ খুলেছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘পার্থক্য আছে, থাকবে। প্রকৃতির মধ্যেও তো পার্থক্য আছে। ”
Related Posts
পদ্মভূষণ পুরস্কার পেলেন মিঠুন চক্রবর্তী এবং উষা উত্থুপ
পদ্মভূষণ পুরস্কার পেলেন বাংলার জনপ্রিয় অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী এবং গায়িকা উষা উত্থুপ ৷ ২২ এপ্রিল সোমবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মান পুরস্কার গ্রহণ করেন তারা৷ শিল্পকলার জন্য মিঠুন চক্রবর্তীকে এই পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছে৷ পদ্মভূষণ পেয়ে আপ্লুত অভিনেতা মিঠুন চক্রবর্তী, তিনি জানান, আমি খুব খুশি৷ আমি আমার জীবনে কারোর কাছে […]
‘সরফিরা’-র স্পেশ্যাল স্ক্রিনিংয়ে খোশমেজাজে পাওয়া গেল অক্ষয় কুমারকে
হাতে আর মাত্র দু-দিন। আগামী শুক্রবার বক্স অফিসে মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার অভিনীত ‘সরফিরা’, তার আগে মুম্বইয়ে ছবির স্পেশ্যাল স্ক্রিনিংয়ে খোশমেজাজে পাওয়া গেল খিলাড়ি কুমারকে। মঙ্গলবার রাতে ছবির এই বিশেষ প্রদর্শনীতে আক্কি ছাড়াও উপস্থিত ছিলেন সূর্য, জ্যোতিকা এবং রাধিকা মদন। সেখানে পোজ দিল ‘সরফিরা’ টিম। অনুষ্ঠানে অক্ষয়ের পরনে ছিল কালো স্লিভলেস ভেস্ট, ছাই রঙা […]
সলমান খানের বাড়িতে গুলি চালনার মামলায় অভিযুক্তর লকআপেই আত্মহত্যা
বুধবার মুম্বই ক্রাইম ব্রাঞ্চের লকআপেই আত্মহত্যা করে সলমান খানের বাড়িতে গুলি চালনার মামলায় অভিযুক্ত অনুজ থাপন। পুলিসের সূত্র অনুযায়ী অভিযুক্তকে তড়িঘড়ি জিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়,সেখানেই মৃত্যু হয় তার। সম্প্রতি পঞ্জাব থেকে গ্রেফতার করা হয় অনুজ থাপনকে। এর আগে গত ১৬ এপ্রিল গুজরাটের ভুজ থেকে দুজনকে গ্রেফতার মুম্বই ক্রাইম ব্রাঞ্চের পুলিস। ধৃতরা বিহারের বাসিন্দা। মুম্বই পুলিসের […]