তৃতীবারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদিই ৷ তাঁকে এনডিএ জোটের নেতা নির্বাচিত করলেন বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোটের নবনির্বাচিত সাংসদরা ৷ শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে সর্বসম্মতিক্রমে মোদিকে জোটের নেতা নির্বাচিত করেন সাংসদরা ৷ ফলে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পথ প্রশস্ত হল নরেন্দ্র মোদির ৷ অষ্টাদশ লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হাতছাড়া হয়েছে বিজেপির ৷ ৫৪৩টি আসনের মধ্যে২৪২টি আসনে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি ৷ ফলে জোটকে ভরসা করেই এগোতে হচ্ছে বিজেপিকে ৷ তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু ও জেডি(ইউ)-এর নিতীশ কুমার জানিয়েছেন, তাঁরা এনডিএ জোটের সঙ্গেই আছেন ৷ ৯ জুন, রবিবার সন্ধ্যা ৬টায় নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি ৷ রাষ্ট্রপতি ভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানালেন প্রধানমন্ত্রী । পরে তিনি জানান, তাঁকে রাষ্ট্রপতি এখন ‘প্রধানমন্ত্রী ডেজিগনেটেড’ হিসেবে সরকারি কাজ চালিয়ে নিয়ে যেতে বলেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথাও বলেছেন। এই প্রসঙ্গেই মোদি জানান, তিনি ৯ তারিখ অর্থাৎ রবিবার সন্ধ্যায় শপথ নিতে চান।
Related Posts
তৃণমূলের একুশের মঞ্চে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব
কুশের মঞ্চে সবথেকে বড় চমক দিতে চলেছেন বাংলার মুখ্য়মন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ শরিক তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব আগামিকাল, রবিবার একুশের মঞ্চে উপস্থিত থাকবেন । এখনও পর্যন্ত যতদূর খবর পাওয়া যাচ্ছে, সেই অনুযায়ী আগামিকালই তিনি কলকাতায় পৌঁছবেন । কলকাতা বিমানবন্দর থেকেই সরাসরি তিনি […]
প্রজ্বল রেভান্নর বিরুদ্ধে এবার জারি হল লুক আউট নোটিস
জনতা দল সেকুলার সাংসদ প্রজ্বল রেভান্নর বিরুদ্ধে এবার লুক আউট নোটিস জারি করা হল। তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। কর্ণাটকের মন্ত্রী জি পরমেশ্বর জানিয়েছেন, রেভান্নকে বিশেষ তদন্তকারী সংস্থার সামনে উপস্থিত হতে হবে। নাহলে তাঁকে গ্রেপ্তার করা হবে। তদন্তকারী সিটের কাছে সাতদিনের সময় চেয়েছিলেন রেভান্ন। কিন্তু এই সময় তাঁকে দিতে অস্বীকার করেছে সিট। তেত্রিশ বছরের […]
ভোটের মধ্যেই বিজেপিতে যোগ দিলেন দলত্যাগী কংগ্রেস নেতা অরবিন্দর সিং লাভলি
লোকসভা ভোটের মধ্যে বিজেপিতে যোগদান করলেন দিল্লি কংগ্রেসের প্রাক্তন প্রদেশ সভাপতি অরবিন্দর সিং লাভলি। শনিবার বিকেলে দিল্লিতে বিজেপি হেড কোয়ার্টারে তাঁর গলায় গেরুয়া উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। উপস্থিত ছিলেন দিল্লির BJP প্রধান বীরেন্দ্র সচদেব এবং দলের জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে। আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের জোট না মানতে […]