রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানালেন প্রধানমন্ত্রী

 তৃতীবারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদিই ৷ তাঁকে এনডিএ জোটের নেতা নির্বাচিত করলেন বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোটের নবনির্বাচিত সাংসদরা ৷ শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে সর্বসম্মতিক্রমে মোদিকে জোটের নেতা নির্বাচিত করেন সাংসদরা ৷ ফলে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পথ প্রশস্ত হল নরেন্দ্র মোদির ৷ অষ্টাদশ লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হাতছাড়া হয়েছে বিজেপির ৷ ৫৪৩টি আসনের মধ্যে২৪২টি আসনে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি ৷ ফলে জোটকে ভরসা করেই এগোতে হচ্ছে বিজেপিকে ৷ তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু ও জেডি(ইউ)-এর নিতীশ কুমার জানিয়েছেন, তাঁরা এনডিএ জোটের সঙ্গেই আছেন ৷ ৯ জুন, রবিবার সন্ধ্যা ৬টায় নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি ৷ রাষ্ট্রপতি ভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানালেন প্রধানমন্ত্রী । পরে তিনি জানান, তাঁকে রাষ্ট্রপতি এখন ‘প্রধানমন্ত্রী ডেজিগনেটেড’ হিসেবে সরকারি কাজ চালিয়ে নিয়ে যেতে বলেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথাও বলেছেন। এই প্রসঙ্গেই মোদি জানান, তিনি ৯ তারিখ অর্থাৎ রবিবার সন্ধ্যায় শপথ নিতে চান।

error: Content is protected !!