জি-৭ সামিটে প্রধানমন্ত্রী মোদি

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বিশেষ আমন্ত্রণে জি-৭ সামিটে অতিথি হিসেবে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েই ইটালি গিয়েছেন তিনি। সেখানে পৌঁছেই একাধিক রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী। ভারতের বিদেশমন্ত্রকের তরফে এক্স হ্যান্ডেলে সেই বৈঠকের সারমর্ম জানানো হয়েছে। জানা গিয়েছে, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে সাক্ষাৎ করেছেন মোদি। মূলত, ভবিষ্যতে ভারত এবং ব্রিটেনের সম্পর্ক আরও মজবুত করার কথা হয় দুজনের মধ্যে। পাশাপাশি, বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়েও কথা হয়। অন্যদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর সঙ্গেও এক দফা বৈঠক হয়েছে মোদির। ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে খবর, আগামীদিনে প্রতিরক্ষা, মহাকাশ, শিক্ষা, প্রযুক্তি-সহ নানা ক্ষেত্রে একসঙ্গে কাজ করা নিয়ে কথাবার্তা হয়েছে তাঁদের মধ্যে। জি-৭ সম্মেলনে যোগ দিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে। তাঁর সঙ্গেও কথা হয়েছে প্রধানমন্ত্রীর। মূলত, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ নিয়েই মোদির সঙ্গে কথা হয় তাঁর। সূত্রের খবর, ভারত রাশিয়াকে শান্তির বার্তা পাঠাক এমনটাই চান জেলেনস্কি। মোদির সাক্ষাৎ হয়েছে পোপ ফ্রান্সিসের সঙ্গেও। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে এখনও বৈঠক হয়নি মোদির। 

error: Content is protected !!