ধ্যানে মগ্ন প্রধানমন্ত্রী মোদি। পাহারায় দাঁড়িয়ে দু’হাজার পুলিশ কর্মী। সম্প্রচারিত হবে ধ্যানের লাইভ ভিডিয়ো। আর গোটা কর্মযজ্ঞ যখন চলছে তখন বাকি, শেষ দফার নির্বাচন। কলকাতার ভোটাররা এখনও ভাবছেন, ইভিএম এ কার নামের বোতাম চাপবেন তারা। এমন অবস্থায় কলকাতায় এসে নির্বাচনী প্রচার সেরে, স্বামী বিবেকানন্দের বাড়িতে ঘুরে গেছেন মোদি। তারপরই জানিয়েছেন, শেষ দফার আগে কন্যাকুমারির নির্জন দ্বীপ বিবেকানন্দ রক মেমরিয়ালে বসে ধ্যান করবেন। এ যেন বাঙালির বিবেকানন্দ আবেগে হালটা ঢেউ খেলিয়ে দেওয়া। ধ্যান করতে গিয়ে যাতে প্রধানমন্ত্রীর জীবন নিয়ে টানাটানি না হয়, তার জন্যে ২ হাজার পুলিশ কর্মীকে নিয়োগ করেছে সরকার। নির্বাচনী আচরণ বিধি আপাতত শিকেয়। কিন্তু প্রধানমন্ত্রীর এই জাকজমক আধ্যাত্মিকতার জেরে মহা সমস্যায় পড়েছেন কন্যাকুমারির মৎসজীবীরা। এক আধ জন নয়, পেটে লাথি পড়েছে ৫ হাজার মৎসজীবীর। সারাবছর তারা বিবেকানন্দ রক মেমরিয়ালের আশপাশের বিস্তীর্ণ সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। কিন্তু প্রধানমন্ত্রী ধ্যানে বসেছেন বলে তারা আর কেউ মাছ ধরতে যেতে পারবেন না। টানা তিন দিন সাগরে যেতে পারবেন না ৫ হাজার মৎসজীবী। সেখানে আপাতত তাদের মাছ ধরা মানা। এই তিন দিন তাদের রুজি–রুটিতে যে টান পড়বে, তার ভর্তুকি কোথা থেকে আসবে তা জানে না মৎসজীবী বা স্থানীয় প্রশাসন। ওই এলাকায় প্রায় ১ হাজার মাছ ধরার নৌকা বাঁধা রয়েছে। তিন দিন সেগুলোও অকেজো হয়ে পড়ে থাকবে সাগরের বুকে। বিবেকনন্দ রক মেমোরিয়ালের ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে এই তিন দিন মাছ যেন কেউ ধরতে না আসে, তার জন্য কড়া নির্দেশিকা ইতিমধ্যেই জারি করা হয়েছে। উপকূল এলাকার গ্রামগুলিতে রয়েছে কড়া পুলিশি নিরাপত্তা।
Related Posts
সেক্স ভিডিওকাণ্ডে জের, প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নাকে বহিষ্কার করল JD(S)
যৌন কেলেঙ্কারি বিতর্কে অবশেষে ব্যবস্থা নিল জনতা দল সেকুলার। সব জল্পনাকে সত্যি করে যৌন কেলেঙ্কারি বিতর্কে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতিকে সাসপেন্ড করল জেডিএস। শুধু তাই নয়, দলের কোর কমিটির বৈঠকের পরে সিটের তদন্তকে স্বাগত জানিয়ে দল জানিয়েছে, সিটের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেন্ডই থাকবেন দেবগৌড়ার নাতি প্রজ্বল রাভান্না। মঙ্গলবার জেডিএসের কোর […]
লোকসভায় পেশ ওয়াকফ বিল, অসাংবিধানিক আখ্যা দিয়ে সরব বিরোধীরা!
বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষ তথা লোকসভায় পেশ করা হয় ওয়াকফ সংশোধনী বিল। বিরোধীরা আইন সংশোধনের চেষ্টা নিয়ে আগেই সরব হয়েছিলেন। এবার বিল সংশোধনী উত্থাপনের বিরুদ্ধে নোটিস দিলেন কংগ্রেস সাংসদ কেসি ভেনুগোপাল ও হিবি ইডেন। ভারতের সংবিধান উদ্ধৃত করে ভিন্ন ধর্মের স্বাধীনতায় হস্তক্ষেপের বিরোধিতা করেন তাঁরা। বৃহস্পতিবার দুপুরে সংসদে ওয়াকফ বিল পেশ করেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী […]
‘নীতীশ কুমারই ফের বিহারের মুখ্যমন্ত্রীর মুখ’, শরিককে খুশি করতে ঘোষণা বিজেপির
কেন্দ্রে এনডিএ’র সরকার গঠন নিয়ে টানাপোড়েনের মধ্যেই কৌশলী ঘোষণা বিজেপির। বিহার বিজেপির তরফে জানিয়ে দেওয়া হল, ২০২৫ বিধানসভা নির্বাচনেও বিহারে এনডিএর মুখ হবেন নীতীশই। গেরুয়া শিবির একই সঙ্গে জোড়া বার্তা দিয়ে দিল। একে তো শরিককে খুশি করার চেষ্টা হল। একই সঙ্গে বুঝিয়ে দেওয়া হল, নীতীশ যদি কেন্দ্রে বড় কোনও পদের প্রত্যাশা করে থাকেন, তাহলে সেটা […]