আজ লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ। ১০ রাজ্য এবং ১ কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৯৪টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ৭ মে, সোমবার৷ এদিন সকাল সকালই গুজরাতের আহমেদাবাদের গান্ধিনগরের নিশান হাযার সেকেন্ডারি স্কুলে একসঙ্গে গিয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এদিন সকাল ৭টা নাগাদ ভোট দেওয়ার জন্য গুজরাতের রাজভবন থেকে বের হন মোদি৷ তারপরে রওনা দেন গান্ধিনগরের বুথের উদ্দেশে৷ বুথের বেশ কিছুটা দূরেই থেমে যায় তাঁর কনভয়৷ সেখান থেকে খালি পায়ে হেঁটেই বুথের ভিতরে প্রবেশ করেন মোদি৷ এদিন সকাল ৭টা বেজে ৪৩ মিনিটে ভোট দান করেন মোদি৷ ভোটদানের আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেন তিনি৷ তৃতীয় দফার ভোটগ্রহণ পর্বে দেশবাসীক রেকর্ড সংখ্যক ভোটদানের আহ্বান জানান মোদি৷ লেখেন, ‘আজ যাঁরা ভোট দেবেন, তাঁদের সবাইকে রেকর্ড সংখ্যক ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি৷ তাঁদের সক্রিয় অংশগ্রহণ অবশ্যই নির্বাচনকে আরও প্রাণবন্ত করে তুলবে৷ সেখানে আগে থেকেই পৌঁছে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তাঁর ভোটদানও হয়ে গিয়েছিল৷ প্রধানমন্ত্রী পৌঁছনোর পরে তাঁকে সঙ্গে নিয়েই দু’জনে ভোটগ্রহণ কেন্দ্রের ভিতরে যান, এবং প্রধানমন্ত্রী সেখানে ভোট দেন৷ ভোট দিয়ে বেরিয়েও জনসাধারণের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানাতে দেখা যায় তাঁকে৷ ভোট দেওয়ার পরে সংবাদমাধ্যমের উদ্দেশে কথা বলার সময় মোদি বলেন, ‘‘আহমেদাবাদে ভোট দেওয়ার পর মিডিয়ার উদ্দেশে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “ আজ লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট। আমি দেশবাসীর কাছে আবেদন জানাচ্ছি, তাঁরা যেন বেশি সংখ্যায় ভোট দেন। সকলে মিলে গণতন্ত্রকে উৎসবের ন্যায় পালন করুন৷ আমাদের দেশে ‘দান’-এর গুরুত্ব অপরিসীম এবং সেই চেতনাকে সঙ্গী করেই যথাসম্ভব বেশি ভোটদানের আহ্বান রাখছি দেশবাসীর কাছে। ৪ দফা ভোট এখনও বাকি। গুজরাতের একজন ভোটার হিসেবে, এটাই একমাত্র জায়গা যেখানে আমি নিয়মিত ভোট দিযে আসছি এবং অমিত ভাই এখান থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন… ’’
Related Posts
এসএসসি মামলায় হাইকোর্টের ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ, শীর্ষ আদালতে রাজ্য সরকার
নির্বিচারে’ রাজ্যের ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট ৷ এসএসসি দুর্নীতি মামলায় উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এই অভিযোগে বুধবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার ৷ রাজ্যের তরফে আবেদন পত্রে জানান হয়েছে, সরকার এবং মামলাকারীদের সময় না দিয়ে চাকুরিজীবীদের পুরো প্যানেল বাতিন করে দিয়েছে উচ্চ আদালত ৷ এই নির্দেশের প্রভাব কী […]
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানে বোমাতঙ্ক
এবার কলকাতায় বিমানে বোমাতঙ্ক । কলকাতা থেকে পুনে যাওয়ার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানে বোমাতঙ্ক। বিমান নম্বর আই৫-৩১৯। জানা গিয়েছে, শতাধিক যাত্রী ছিলেন ওই বিমানে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেককে নামিয়ে আনা হয়েছে। তদন্তে নেমেছে সিআইএসএফ এবং বিমানবন্দর কর্তৃপক্ষ। ফ্লাইটটিকে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে। আটক করা হয়েছে একজন সন্ধেভাজনকে। এর আগে, এপ্রিল মাসে পরপর বোমা-হুমকি আসে […]
আমি রাজ্যসভার পদ থেকে ইস্তফা দেব না: স্বাতী মালিওয়াল
আগামীকাল, শনিবার নয়াদিল্লিতে ভোটগ্রহণ। তার ঠিক আগে বৃহস্পতিবার স্বাতী মালিওয়ালের হেনস্তা কাণ্ডে রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছল। আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ স্বাতী মালিওয়ালের অভিযোগ, গত ১৩ মে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির ড্রয়িং রুমে তাঁকে হেনস্তা করেন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব বৈভব কুমার। আর তখন বাড়িতেই ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। মালিওয়াল সাফ জানিয়ে দেন, আপের রাজ্যসভার সদস্যপদ ছাড়ার প্রশ্নই […]