প্রধানমন্ত্রীর শপথ গ্রহণকে কেন্দ্র করে নিরাপত্তার চাদর রাজধানীতে

রবিবার সন্ধেতেই প্রধানমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য শপথ নেবেন নরেন্দ্র মোদি। রাজধানীতে তাই এখন চূড়ান্ত ব্যস্ততা। গোটা দিল্লিতে এখন থেকেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তার জালে মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে। থাকছে ৫ কোম্পানি আধা সামরিক বাহিনী, এনএসজি কমাণ্ডার। রয়েছে ড্রোনে নিষেধাজ্ঞা। শপথগ্রহণকে কেন্দ্র করে সেজে উঠছে রাষ্ট্রপতি ভবন। বিভিন্ন হোটেলগুলিতে চলছে তল্লাশি অভিযান। যানবাহনের গতিপথও নিয়ন্ত্রণ করা হবে সেদিন। পাশাপাশি শপথগ্রহণের সময় দিল্লি থেকে বিমান উড়ানেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। রাজধানীর বিভিন্ন অংশে থাকছে সশস্ত্র পুলিশ বাহিনী। এছাড়া বিভিন্ন রাস্তার মোড়ে চলবে নজরদারি। শপথগ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে নেতা-মন্ত্রীরা আসবেন। সেই তালিকায় রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভূটান, নেপাল, মরিশাসের নাম। তাঁরা দিল্লির যে হোটেলে থাকবেন সেখানেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের উঁচু বাড়িগুলি ইতিমধ্যেই দখল নিয়েছে পুলিশ। এআই প্রযুক্তিকেও নিরাপত্তার কাজে ব্যবহার করা হচ্ছে। রাষ্ট্রপতি ভবনে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। সবমিলিয়ে দিল্লি এখন যেন সামরিক বাহিনীর দুর্গে পরিণত হয়েছে।    

error: Content is protected !!