রবিবার সন্ধেতেই প্রধানমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য শপথ নেবেন নরেন্দ্র মোদি। রাজধানীতে তাই এখন চূড়ান্ত ব্যস্ততা। গোটা দিল্লিতে এখন থেকেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তার জালে মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে। থাকছে ৫ কোম্পানি আধা সামরিক বাহিনী, এনএসজি কমাণ্ডার। রয়েছে ড্রোনে নিষেধাজ্ঞা। শপথগ্রহণকে কেন্দ্র করে সেজে উঠছে রাষ্ট্রপতি ভবন। বিভিন্ন হোটেলগুলিতে চলছে তল্লাশি অভিযান। যানবাহনের গতিপথও নিয়ন্ত্রণ করা হবে সেদিন। পাশাপাশি শপথগ্রহণের সময় দিল্লি থেকে বিমান উড়ানেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। রাজধানীর বিভিন্ন অংশে থাকছে সশস্ত্র পুলিশ বাহিনী। এছাড়া বিভিন্ন রাস্তার মোড়ে চলবে নজরদারি। শপথগ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে নেতা-মন্ত্রীরা আসবেন। সেই তালিকায় রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভূটান, নেপাল, মরিশাসের নাম। তাঁরা দিল্লির যে হোটেলে থাকবেন সেখানেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের উঁচু বাড়িগুলি ইতিমধ্যেই দখল নিয়েছে পুলিশ। এআই প্রযুক্তিকেও নিরাপত্তার কাজে ব্যবহার করা হচ্ছে। রাষ্ট্রপতি ভবনে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। সবমিলিয়ে দিল্লি এখন যেন সামরিক বাহিনীর দুর্গে পরিণত হয়েছে।
Related Posts
রাজস্থানের যোধপুরে সরকারি হাসপাতাল চত্বরে নাবালিকাকে গণধর্ষণ
যোধপুরে সরকারি মহাত্মা গান্ধী হাসপাতাল চত্বরে ১৫ বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। রোববার রাতে এ ঘটনা ঘটলেও সোমবার সন্ধ্যায় পুলিশকে খবর দেওয়া হয়। প্রতাপ নগর অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ অনিল কুমার জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় মায়ের বকাঝকা শুনে বাড়ি থেকে বেরিয়ে যায় ওই কিশোরী। ‘তার পরিবার বিভিন্ন জায়গায় তার সন্ধান করেছিল এবং […]
মধ্যপ্রদেশে শেহোর জেলায় ক্লাসরুমে ভেঙে পড়ল সিলিং ফ্যান! আহত ১ ছাত্রী, ভাইরাল ভিডিও
মধ্যপ্রদেশের শেহোর জেলায় ক্লাস রুমে ভেঙে পড়ল একটা আস্ত সিলিং ফ্যান৷ ভাইরাল ভিডিওতে এই ভয়ঙ্কর ঘটনাটি ধরা পড়েছে৷ আচমকা ঘটনাটি ঘটার সময় ক্লাসের সকলেই মন দিয়ে ক্লাসের পড়া শুনছিল৷ আচমকা এই দুর্ঘনায় ক্লাসে কিছু ক্ষণের জন্য আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়ে গিয়েছিল৷সূত্রের খবর অনুযায়ী, তৃতীয় শ্রেণীকক্ষে এই ঘটনাটি ঘটে৷ ১ শিশু এই দুর্ঘটনায় অল্প আহতও হয়েছে৷ ফ্যানটি […]
আরজিকর কাণ্ডের জন্য নয়, নবান্ন অভিযান নিয়ে এবার কলকাতার পুলিশ কমিশনারের রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের
গত ২৭ অগাস্টের নবান্ন অভিযান নিয়ে এবার কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছে রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন। আগামী দু’সপ্তাহের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ কমিশনের। নবান্ন অভিযানের দিন কলকাতা তো বটেই, হাওড়াতেও আক্রান্ত হয়েছিল পুলিশ। সাংবাদিক সম্মলনে লালবাজারের তরফে জানানো হয়েছে, ‘যেরকম প্রমাণ পাব, সেরকম ব্যবস্থা নেব’। প্রসঙ্গত, ২৭ তারিখের নবান্ন […]