প্রতিবাদ কর্মসূচি হিংসাত্মক চেহারা নিল ছত্তিশগড়ের বালোদাবাজারে ৷ ওই প্রতিবাদ কর্মসূচি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের তরফে করা হচ্ছিল ৷ অভিযোগ, সেখান থেকেই বিক্ষুব্ধ জনতা জেলাশাসক ও পুলিশের অফিসে আগুন ধরিয়ে দেয় ৷ সেখানে থাকা প্রায় দু’শো গাড়ি ভাঙচুর করা হয় এবং সেগুলিতে আগুন ধরিয়ে দেওয়া হয় । ক্ষিপ্ত জনতার পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষও হয় । এই ঘটনায় আহত হয়েছেন অনেকে । পুলিশ ও প্রশাসনের তরফে জানা গিয়েছে, ছত্তিশগড়ের গিরুদপুরীতে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ধর্মীয় স্থানের ক্ষতির বিরুদ্ধে হাজার হাজার মানুষ বহু দিন ধরে স্থানীয় দশেরা মাঠে বিক্ষোভ করছেন । তাঁদের অভিযোগ, সেখানে অমর গুহায় অবস্থিত মাহকোনি মন্দির চত্বরে দুষ্কৃতীরা অসামাজিক কাজকর্ম করে ৷ যদিও পুলিশ এই ঘটনায় ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে ৷ছত্তিশগড়ের উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মা বিচারবিভাগীয় তদন্তের ঘোষণা করেছেন । তার পরও বিক্ষোভকারীরা এই নিয়ে সিবিআই তদন্তের দাবি তুলেছেন ৷ সেই কারণেই বেশ কিছুদিন ধরে তাঁরা অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ৷সেই কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার তাঁদের জেলাশাসক ও জেলা পঞ্চায়েত অফিস ঘেরাও করতে যান ৷ সেই সময়ই এই গোলমাল বাঁধে ৷ জেলাশাসকের কার্যালয় চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা ও ব্যারিকেড থাকা সত্ত্বেও পুলিশ বিক্ষোভকারীদের থামাতে ব্যর্থ হয়েছে ।এই ঘটনার পর থেকে বালোদাবাজারের পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে ৷ সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ নতুন করে যাতে সংঘর্ষ বা বিক্ষোভ না হয়, সেই দিকে নজর রয়েছে পুলিশ ও প্রশাসনের ৷ পাশাপাশি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টাও করা হয় পুলিশের তরফে ৷ তবে সেই আলোচনা ফলপ্রসূ হয়েছে কি না, সেই বিষয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত কিছু জানা যায়নি৷
Related Posts
একটানা ভারি বৃষ্টিতে জলমগ্ন দিল্লিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত তরুণী
দেশজুড়ে বর্ষা আসতেই চরম ভোগান্তি । একাধিক রাজ্যে প্রাণহানির ঘটনাও অব্যাহত। জলমগ্ন দিল্লিতে রাস্তায় পা রাখতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন ৩৪ বছরের এক তরুণী। শনিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভজনপুরায়। একটানা ভারি বৃষ্টিতে যমুনা বিহারের সি ব্লকে জল জমে গিয়েছিল। ওই গৃহবধূ বাজারে যাচ্ছিলেন। জমা জলা পা রাখতেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তড়িঘড়ি করে তাঁকে স্থানীয় হাসপাতালে […]
প্রবল বর্ষণে বিপর্যস্ত গুজরাত, মৃত ৮, জারি সর্তকতা
প্রবল বর্ষণে জলমগ্ন গুজরাত। মৃতের সংখ্যা বেড়ে ৮। বুধবার প্রবল বর্ষণের মধ্যে গুজরাতের বিশাল অংশে বেশ কয়েকটি গ্রাম বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং প্লাবিত নদী এবং উপচে পড়া বাঁধের পরে ৮২৬ জনেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে, কর্মকর্তারা জানিয়েছেন। সকাল থেকে ভাদোদরা, সুরাট, ভারুচ এবং আনন্দের মতো দক্ষিণ এবং গুজরাতের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা […]
কাল এনডিএ-র বৈঠকের পর ফের আজ নাড্ডার বাড়িতে অমিত শাহ
কাল এনডিএ-র বৈঠকের পর আজ নাড্ডার বাড়িতে অমিত শাহ রাজনাথ। শরিকদের নিয়ে সরকার গঠনের রুটম্যাপ তৈরি করতে বৈঠক: সূত্র । নীতীশ-নায়ডুর সমর্থন নিয়ে তৃতীয়বার সরকার গঠনের পথে মোদি। কাল ফের এনডিএ-র বৈঠকের পর রাষ্ট্রপতির কাছে দাবি পেশ। শনিবার তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথের তোড়জোড় মোদির। অন্য়দিকে, ১০ বছর পর আরও একটা জোট সরকার গঠনের দোরগোড়ায় দেশ। […]