চেন্নাইয়ের মাটিতে সহজ জয় তুলে নিল পঞ্জাব কিংস। চেন্নাই সুপার কিংসকে ৭ উইকেটে হারাল পঞ্জাব। চেন্নাইয়ের ৭ উইকেটে ১৬২ রানের জবাবে পঞ্জাব ১৭.৫ ওভারে তুলল ৩ উইকেটে ১৬৩ রান। পর পর দু’ম্যাচ জিতে আইপিএলের প্লেঅফের দৌড়ে চলে এল পঞ্জাবও। ১০ ম্যাচে ৮ পয়েন্ট হল পঞ্জাবের। টস জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠান পঞ্জাব অধিনায়ক সাম কারেন। রাহানে ২৪ বলে ২৯ রান করেন। মারেন ৫টি চার। তিনি আউট হওয়ার পরেই চেন্নাইয়ের রান তোলার গতি কমে যায়। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের দুই সদস্য শিবম দুবে (শূন্য) এবং রবীন্দ্র জাডেজা (২) চাপে ফেলে দেন দলকে। বিনা উইকেটে ৬৪ থেকে ৩ উইকেটে ৭০ হয়ে যাওয়ার পর চেন্নাইয়ের ইনিংস মেরামতের চেষ্টা করেন অধিনায়ক রুতুরাজ। ২২ গজে সঙ্গে পান সমীর রিজ়ভিকে। যদিও রান তোলার গতি বৃদ্ধি করতে পারেননি তাঁরা। রিজ়ভি ২৩ বলে ২১ রান করে কাগিসো রাবাডার বলে আউট হয়ে যান। তার পর রুতুরাজের সঙ্গে যোগ দেন মইন আলি। তিনি করেন ৯ বলে ১৫। দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দিতে কার্যত একাই লড়েন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ব্রাত্য চেন্নাই অধিনায়ক। ৪৪ বলে অর্ধশতরান পূর্ণ করার পর আগ্রাসী ব্যাটিং শুরু করেন তিনি। শেষ পর্যন্ত রুতুরাজের ব্যাট থেকে এল ৪৮ বলে ৬২ রান। মারেন ৫টি চার এবং ২টি ছয়। তিনি আউট হওয়ার পর ১৩ বল বাকি থাকতে নামেন মহেন্দ্র সিংহ ধোনি। তিনি শেষ বলে আউট হন ১১ বলে ১৪ রান করে। মারেন ১টি করে চার এবং ছয়। এ বারের আইপিএলে এই প্রথম আউট হলেন ধোনি। তাও ইনিংসের শেষ বলে দৌড়ে ২ রান নিতে গিয়ে। ১ বলে ১ রান করে অপরাজিত থাকেন ড্যারিল মিচেল।
Related Posts
গুজরাতকে ৬ উইকেটে হারালো দিল্লি ক্যাপিটালস
নিজেদের ঘরের মাঠেই ধরাশায়ী হলেন শুভমান গিলরা। মাত্র ৯০ রানের টার্গেট অনায়াসেই তুলে দিল দিল্লি ক্যাপিটালস। বড় ব্যবধানে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলেও অনেকখানি উপরের দিকে উঠে এল ঋষভ পন্থের দল। চলতি আইপিএলে খুব একটা ভালো ফর্মে নেই দুই দলই। যদিও আগের ম্যাচ থেকে দুই পয়েন্ট পেয়ে বুধবার খেলতে নেমেছিল দিল্লি আর গুজরাত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে […]
অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত
এ-গ্রুপের চারটি ম্যাচের মধ্যে ৩টিতে জয় তুলে নেয় ভারত। টিম ইন্ডিয়ার ১টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। এ-গ্রুপের এক নম্বর দল হিসেবে সুপার এইট রাউন্ডের যোগ্যতা অর্জন করে ভারত। রোহিত শর্মারা সুপার এইট রাউন্ডের প্রথম ম্যাচে হারিয়ে দেন আফগানিস্তানকে। পরে সুপার এইটের দ্বিতীয় ম্যাচে ভারত উড়িয়ে দেয় বাংলাদেশকে। এবার সুপার এইট রাউন্ডের তৃতীয় তথা শেষ ম্যাচে […]
রুদ্ধশ্বাস জয় কলকাতা নাইট রাইডার্সের, আইপিএল থেকে বিদায় কোহলিদের
কলকাতা নাইট রাইডার্স: ২২২/৬ (সল্ট ৪৮, শ্রেয়স ৫০, গ্রিন ৩৫/২)রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ২২১/১০ (জ্যাকস ৫৫, পাতিদার ৫২, রাসেল ২৫/৩)১ রানে জয়ী কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স-এর কাছে হেরে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু । ব্যাটে যেমন ঝড় তুললেন ফিল সল্ট। তেমনই পরের দিকে বল হাতে দুরন্ত স্পেলে নাইটদের দিকে ম্যাচ ঘুরিয়ে দিলেন আন্দ্রে রাসেল। এদিন […]