পুরুলিয়ায় বিয়েবাড়ি থেকে ফেরার পথেই টোটোয় ধাক্কা বেপরোয়া লরির, মৃত ৫

টোটোয় ধাক্কা বেপরোয়া লরির৷ পুরুলিয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি হলেন ৫ জন৷ আহত আরও ১১৷ এই পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে তুমুল উত্তেজনা ছড়ায় পুরুলিয়ার নিতুরিয়া থানা এলাকায়৷ স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত দশটা নাগাদ একটি বিয়ে বাড়ি থেকে টোটো চেপে ফিরছিলেন কয়েকজন৷ সেই সময় পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের উপরে ভামুরিয়া মোড়ের কাছে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওই টোটোয় ধাক্কা মারে৷ ঘটনাস্থলেই টোটোয় থাকা ৫ জনের মৃত্যু হয়৷ মৃতদের মধ্যে ৩ জন মহিলা এবং দু জন পুরুষ৷ টোটোয় ধাক্কা বেপরোয়া লরির৷ পুরুলিয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি হলেন ৫ জন৷ আহত আরও ১১৷ এই পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে তুমুল উত্তেজনা ছড়ায় পুরুলিয়ার নিতুরিয়া থানা এলাকায়৷ স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত দশটা নাগাদ একটি বিয়ে বাড়ি থেকে টোটো চেপে ফিরছিলেন কয়েকজন৷ সেই সময় পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের উপরে ভামুরিয়া মোড়ের কাছে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওই টোটোয় ধাক্কা মারে৷ ঘটনাস্থলেই টোটোয় থাকা ৫ জনের মৃত্যু হয়৷ মৃতদের মধ্যে ৩ জন মহিলা এবং দু জন পুরুষ৷

error: Content is protected !!