তিমিরের কন্ঠে ‘পুষ্পা ২’এর টাইটেল ট্র্যাক বাংলা ভার্সন করল বাজিমাত

এবার ‘পুষ্পা ২’-র প্রথম গান মুক্তি পেল। গানেই পুষ্পার রাজত্বের গল্প শুনিয়ে দিলেন অল্লু অর্জুন। তবে এবার গানটি শুধু হিন্দি, তামিল, কন্নড়, তেলগু, মালয়ালম ভাষায় সামনে আসেনি। ‘পুষ্পা ২’এর টাইটেল ট্র্যাক বাংলা ভার্সন করল বাজিমাত। বাংলা ভার্সনটি গেয়েছেন বিশিষ্ট বাঙালি সংগীতশিল্পী তিমির বিশ্বাস। গানটি লিখেছেন শ্রীজাত। মুক্তির কিছুক্ষণের মধ্যেই ঝড়ের গতিতে নেটপাড়ায় ভাইরাল হয়ে পড়ে গানটি। বেশকিছুদিন আগে থেকেই শোনা যাচ্ছিল এই গানের কথা। অবশেষে জল্পনার অবসান হল। তিমিরের গানে পুষ্পা ২-এর গানে বাঙালির মন জয় করে নিয়েছে। হিন্দিতে গানটি গেয়েছেন মিকা সিং, নাকাশ আজিজ। পুষ্পা ২-এর টাইটেল ট্র্যাকটি টি-সিরিজ সর্বত্র প্রকাশিত করেছে।

error: Content is protected !!