রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চিন সফরে গিয়েছেন ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার দুই রাষ্ট্রনেতা তাদের অটুট বন্ধুত্ব এবং দুই দেশের মধ্যে গভীর সম্পর্কের প্রশংসা করেছেন। এদিন পুতিন জানান, তিনি চিনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে ইউক্রেনের যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন। ইউক্রেন সংকট সমাধানে চিনের প্রচেষ্টার জন্য আমরা কৃতজ্ঞ। রুম প্রেসিডেন্টের বক্তব্য, রাশিয়া এবং চীনের অনেক বৈশ্বিক এবং আঞ্চলিক সমস্যার দৃষ্টিভঙ্গি একই রকম। আমরা উভয় দেশই স্বাধীন বৈদেশিক নীতি পালন করি।
Related Posts
হার স্বীকার সুনকের, স্টার্মারের হাত ধরে ১৪ বছর পর ফের ব্রিটেনের গদিতে লেবার
ব্রিটেনের সাধারণ নির্বাচনে বিপুল ব্যবধনে জয়লাভ করল লেবার পার্টি। ২০১০ সালের পর এই প্রথম ফের কোনও লেবার পার্টির নেতার ঠিকানা হবে ১০, ডাউনিং স্ট্রিট। আর লেবার পার্টির জয় নিশ্চিত হতেই দলের নেতা স্যার কিয়ের স্টার্মার একটি ঝড়ো বিজয় ভাষণ দেন। ভোটে জিতে স্টার্মার বলেন, ‘১৪ বছর পর ফের ব্রিটেন নিজেদের ভবিষ্যত ফিরে পেয়েছে।’ হাসিমুখে তিনি […]
ব্রাজিলের সাও পাওলোয় ভেঙে পড়ল যাত্রীবাহী, মৃত ৬২
ব্রাজিলের সাও পাওলোয় ভেঙে পড়ল একটি যাত্রীবাহী বিমান। যে বিমানে ৫৮ জন যাত্রী-সহ মোট ৬২ জন ছিল। সংবাদসংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, সাও পাওলোর যে এলাকায় সেই বিমান পড়েছে, তা জনবহুল এলাকা। সেই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। যদিও প্রাথমিকভাবে কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ওই উড়ান সংস্থার তরফে জানানো হয়েছে, […]
জি-৭ সামিটে যোগ দিতে ইতালিতে প্রধানমন্ত্রী মোদি
জি-৭ সামিটে যোগদানের জন্য ইতালি পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আমন্ত্রিত দেশ হিসাবে জি-৭ সম্মেলনে এবার অংশ নিল ভারত ৷ প্রধানমন্ত্রী হিসেবে এই নিয়ে পঞ্চমবার এই সামিটে অংশ নিলেন তিনি ৷ এই সফরে একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে তাঁর ৷ আর ইতালি যাওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার জানান, এই সম্মেলনের নজর […]