চিন সফরে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চিন সফরে গিয়েছেন ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার দুই রাষ্ট্রনেতা তাদের অটুট বন্ধুত্ব এবং দুই দেশের মধ্যে গভীর সম্পর্কের প্রশংসা করেছেন। এদিন পুতিন জানান, তিনি চিনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে ইউক্রেনের যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন। ইউক্রেন সংকট সমাধানে চিনের প্রচেষ্টার জন্য আমরা কৃতজ্ঞ। রুম প্রেসিডেন্টের বক্তব্য, রাশিয়া এবং চীনের অনেক বৈশ্বিক এবং আঞ্চলিক সমস্যার দৃষ্টিভঙ্গি একই রকম। আমরা উভয় দেশই স্বাধীন বৈদেশিক নীতি পালন করি।

error: Content is protected !!