মাত্র ৫ দিন আগেই এয়ার টার্বুলেন্সে মাঝ আকাশেই মৃত্যু হয়েছিল সিঙ্গাপুবর এয়ারলাইন্সের এক যাত্রীর। আহত হন ৩০ জন। এবার প্রায় একই ঘটনা কাতায় এয়ায়ওয়েজে। দেহা-ডাবলিন রুটের একটি বিমান এয়ার টার্বুলেন্সের কবলে পড়ে যায়। এতে আহত হন ১২ জন। এদের মধ্যে রয়েছে ৪ কেবিন ক্রু। ডাবলিন এয়ারপোর্টের তরফে এক্স হ্যান্ডেল করা একটি পেস্টে লেখা হয়েছে কাতার এয়ারওয়েজের বিমানটি তুরস্কের উপর দিয়ে ওড়ার সময়ে সেটি এয়ার টার্বুলেন্সের কবলে পড়ে যায়। এতে ৬ ক্রু মেম্বার-লহ মোট ১২ জন আহত হন। শনিবার দোহা থেকে বিমানটি উড়ে ডাবলিনে নিরাপদেই অবতরণ করেছে। অবতরণের পর বিমানটিতে জরুরি পরিষেবা দিতে হয়। কারণ তুরস্কের উপর দিয়ে ওড়ার সময়ে সেটি এয়ার টার্বুলেন্সের মধ্যে পড়ে যায়। এতে ১২ যাত্রী আহত হন। তাদের জরুরি পরিষেবা দিতে হয়।
Related Posts
Bangladesh: ঝগড়ার জের, ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে নিলেন স্ত্রী
বাংলাদেশে ভয়ংকর ঘটনা। ঘুমন্ত অবস্থায় নিজের স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী। ঘটনাটি ঘটে, বাংলাদেশের নারায়ণগঞ্জে। আহত স্বামী হলেন জনপ্রিয় টিকটকার শাকিল বেপারী ওরফে জুনিয়র সাকিব। তাঁর স্ত্রী শিখা খান। সেও টিকটকার। জানা গিয়েছে, সাকিব ও তাঁর স্ত্রী শিখা সোশ্যাল মিডিয়া মাধ্যম ফেসবুক, টিকটক ও ইউটিউবে ভিডিও কন্টেন্ট তৈরি করেন। তাঁরা দু’জনই মাদকাসক্ত। প্রায় সময় তাদের […]
ব্রিটেনে ভরাডুবি ঋষি সুনাকের, জয়ী লেবার পার্টির একাধিক বাঙালি মহিলা সদস্য
টানা পঞ্চমবারের মতো ব্রিটেনের সাধারণ নির্বাচনে জিতেছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী। বর্তমানে তিনি এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১০ সাল থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে টানা নির্বাচিত হয়ে আসছেন রুশনারা আলী। জানা যায়, রুশনারা আলী ১৫ হাজার ৮৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আজমল মাশরুর পেয়েছেন ১৪ হাজার ২০৭ ভোট। এ রাজনীতিকের জন্ম বাংলাদেশের সিলেটের […]