লোকসভার প্রচারে গিয়ে বিপত্তি। কোনওমতে রক্ষা পেলেন রাহুল গান্ধী। সোমবার বিহারে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন কংগ্রেস নেতা। সেখানে ভেঙে পড়ে মঞ্চ। কোনওমতে জখম হওয়ার হাত থেকে বাঁচেন রাহুল।রাহুল গান্ধী সুস্থ রয়েছেন বলেই খবর। তাঁর কোনও চোট আঘাত লাগেনি। এদিন বিহারের পালিগঞ্জে একটি জনসভা করেন তিনি। সেখানে প্রচুর জনসমাগম হয়েছিল। মঞ্চেও উপস্থিত ছিলেন প্রচুর কংগ্রেস নেতা-কর্মী। রাহুল মঞ্চে উঠতেই ‘জিন্দাবাদ’ স্লোগান দিতে শুরু করেন উপস্থিত সকলে। রাহুলও তাঁদের হাত নেড়ে অভিভাদন জানান। সেই সময়ই মঞ্চটি ভেঙে পড়ে। হুড়মুড়ি পড়ে যাওয়ার হাত থেকে সকলেই নিজেদের সামলে নেন। নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে ধরে ফেলেন মঞ্চে উপস্থিত সকলেই। রাহুলকেও দেখা যায় আশপাশের সকলকে সাহায্য করতে। এরপর উঠে কয়েক পা এগোতে না এগোতেই ফের বসে যায় মঞ্চের সামনের অংশ। কোনওমতে হোঁচট খাওয়ার হাত থেকে রক্ষা পান রাহুল। নিজেকে সামলে নিয়েই ফের একবার সকলের উদ্দেশে হাত নাড়তে দেখা যায় কংগ্রেস নেতাকে। এই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে ইতিমধ্যেই। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েছে তাঁর সমর্থক-অনুগামীরা।
Related Posts
ওড়িশায় ভারতীয় সেনা অফিসারের হবু স্ত্রীকে লকাপে ঢুকিয়ে যৌন হেনস্থার অভিযোগ, গুরুতর জখম নির্যাতিতা
ফের বিজেপি শাসিত রাজ্যে যৌন হেনস্থার অভিযোগ। ভয়াবহ অভিজ্ঞতার কথা সংবাদমাধ্যমের কাছে তুলে ধরেছেন নির্যাতিতা । যৌন হেনস্থা এবং শ্লীলতাহানির অভিযোগ উঠল ভুবনেশ্বরের থানার ইন্সপেক্টরের বিরুদ্ধে! অভিযোগ জানিয়েছেন এক আর্মি অফিসারের হবু স্ত্রী! অভিযোগকারী নির্যাতিতা জানান, তাঁকে জোর করে জেলে ভরে যৌন হেনস্থা করেছে সেই পুলিশ ইন্সপেক্টর! ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি সংবাদমাধ্যমের কাছে। […]
সঙ্ঘকে দিয়ে আমলা নিয়োগ! মোদি সরকারকে এবার ‘Anti-Constitutional’ বলে তোপ রাহুল গান্ধীর
নরেন্দ্র মোদি সরকারকেই এ বার ‘Anti-Constitutional’ বলে বিঁধলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নেপথ্যে, ইউপিএসসি-র চাকরিতে পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগের খবর। নানাবিধ মন্ত্রকের ১০ জন যুগ্ম সচিব এবং ৩৫ জন ডিরেক্টর বা উপ-সচিবের মতো ৪৫টি বিশেষ পদে ল্যাটারাল এন্ট্রির কথা জানিয়েছে কেন্দ্র। এই সব পদে নিয়োগ হয় মূলত আইএএস, আইপিএস, আইএফএস থেকে। আচমকা […]
রণকৌশল ঠিক করতেই শরদ পাওয়ারের বাড়িতে বৈঠকে তৃণমূল
শেয়ার কেলেঙ্কারি ইস্যুতে সোমবার মুম্বই পৌঁছেছে তৃণমূলের প্রতিনিধি দল। ইতিমধ্যেই শেয়ার কেলেঙ্কারি নিয়ে সরব তৃণমূল কংগ্রেস। শরদ পাওয়ারের সঙ্গে এই নিয়ে এক প্রস্থ বৈঠক করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়,সাগরিকা ঘোষ, সাকেত গোখলে। মঙ্গলবারই মুম্বইয়ের সেবি অফিসে যাবেন তাঁরা। সেবি অফিসে যাওয়ার আগেই শরদ পাওয়ারের সঙ্গে মিটিং সারলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের আরও দুই সাংসদ। মঙ্গলবার বেলা ১০:৪৫ মিনিট […]