বিহারে ভোটের প্রচারের সময় মঞ্চ ভেঙে বিপত্তি, অল্পের জন্য রক্ষা পেলেন রাহুল গান্ধী

লোকসভার প্রচারে গিয়ে বিপত্তি। কোনওমতে রক্ষা পেলেন রাহুল গান্ধী। সোমবার বিহারে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন কংগ্রেস নেতা। সেখানে ভেঙে পড়ে মঞ্চ। কোনওমতে জখম হওয়ার হাত থেকে বাঁচেন রাহুল।রাহুল গান্ধী সুস্থ রয়েছেন বলেই খবর। তাঁর কোনও চোট আঘাত লাগেনি। এদিন বিহারের পালিগঞ্জে একটি জনসভা করেন তিনি। সেখানে প্রচুর জনসমাগম হয়েছিল। মঞ্চেও উপস্থিত ছিলেন প্রচুর কংগ্রেস নেতা-কর্মী। রাহুল মঞ্চে উঠতেই ‘জিন্দাবাদ’ স্লোগান দিতে শুরু করেন উপস্থিত সকলে। রাহুলও তাঁদের হাত নেড়ে অভিভাদন জানান। সেই সময়ই মঞ্চটি ভেঙে পড়ে। হুড়মুড়ি পড়ে যাওয়ার হাত থেকে সকলেই নিজেদের সামলে নেন। নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে ধরে ফেলেন মঞ্চে উপস্থিত সকলেই। রাহুলকেও দেখা যায় আশপাশের সকলকে সাহায্য করতে। এরপর উঠে কয়েক পা এগোতে না এগোতেই ফের বসে যায় মঞ্চের সামনের অংশ। কোনওমতে হোঁচট খাওয়ার হাত থেকে রক্ষা পান রাহুল। নিজেকে সামলে নিয়েই ফের একবার সকলের উদ্দেশে হাত নাড়তে দেখা যায় কংগ্রেস নেতাকে। এই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে ইতিমধ্যেই। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েছে তাঁর সমর্থক-অনুগামীরা।

error: Content is protected !!