ইন্ডিয়া জোট জিতলে কি রাহুল গান্ধীই প্রধানমন্ত্রী? প্রসঙ্গটা উস্কে দিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে আমার রাহুল গান্ধীকেই পছন্দ। তিনি যুব সমাজের প্রতিনিধি এবং গোটা দেশকেই তিনি হাতের তালুর মতো চেনেন।’ দেশে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট গঠিত হওয়ার পর তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি জানিয়েছিলেন, জোটের মুখ হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে তাঁর পছন্দ মল্লিকার্জুন খাড়্গে। যা সমর্থন করেছিলেন জোটের অন্যতম শরিক আম আদমি দলের প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যদিও খাড়্গে নিজে এবিষয়ে বলেছিলেন, জেতার পর গণতান্ত্রিক পদ্ধতিতে সাংসদরা প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন। খাড়্গের আজকের এই ঘোষিত ‘পছন্দ’কে এই মুহূর্তে তৃণমূল গুরুত্ব দিতে রাজি নয়। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘ওঁদের দলের নেতা ওঁদের দলের কথা বলেছেন। এগুলোকে আমরা গুরুত্বই দিচ্ছি না। আমরা এখন নির্বাচন নিয়ে ব্যস্ত আছি।’ রাজ্য সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের মতে এই সিদ্ধান্তটা এই মুহূর্তে ঠিক করার মতো বিষয় নয়। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নির্বাচন করে কেউ ভোটে লড়ে না। ভোটের পর ফলাফল অনুযায়ী সংখ্যাগরিষ্ঠরা তাঁদের নেতা নির্বাচন করেন। ফলে এই কাজটা নির্বাচনের ফল বেরনোর পর করার পক্ষপাতী আমরা।’
Related Posts
আজ সুপ্রিমকোর্টে আরজিকর মামলা শুনানি
আজ, মঙ্গলবার আরজি কর মামলা শুনানি সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে শুনানির তালিকায় এক নম্বরে রয়েছে এই মামলা। সকাল সাড়ে ১০টায় বেঞ্চ বসার কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হবে বলে মনে করা হচ্ছে। মুখবন্ধ খামে সিবিআই স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে। পাল্টা রাজ্যের তরফেও পরিস্থিতির কথা জানানো হবে।
হরিয়ানায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল স্কুল বাস, মৃত ৬ পড়ুয়া
হরিয়ানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল স্কুল বাস। দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত ৬ স্কুল পড়ুয়া।পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে মহেন্দ্রগড় জেলায়। ইদে ছুটি ঘোষণা করা হলেও, আজ জিএল পাবলিক স্কুল খোলা ছিল। সেই বেসরকারি স্কুলের বাসে করে যাচ্ছিল ৪০ জন পড়ুয়া। স্কুল যাওয়ার পথে আচমকা নিয়ন্ত্রণ হারান চালক। বাসটি একটি গাছে সজোরে ধাক্কা দিয়ে […]
পুরীতে জগন্নাথ দেবের চন্দনযাত্রায় ভয়াবহ বাজি বিস্ফোরণে ঝলসে গেলেন ৩০ পুণ্যার্থী, মৃত ৩
পুরীতে ভয়াবহ বাজি বিস্ফোরণ। জগন্নাথ দেবের চন্দনযাত্রায় বাজি ফেটে ঝলসে গেলেন অন্তত ৩০ পুণ্যার্থী, ইতিমধ্যেই তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহতদের মধ্যে অনেকের অবস্থাই সংকটজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুরীর এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ও কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রশাসনকে দ্রুত আহত ব্যক্তিদের চিকিৎসার […]