‘জোটসঙ্গীদের সন্তুষ্ট করতে কুর্সি বাঁচাও বাজেট, কংগ্রেসের ইস্তেহার থেকেই কপি পেস্ট করা বাজেট’, প্রতিক্রিয়া রাহুলের

‘কুর্সি বাঁচাও বাজেট’। মঙ্গলবার সংসদে পেশ হওয়া বাজেট ২০২৪-২৫-কে এই তকমাই দিলেন রাহুল গান্ধী। তৃতীয়বারের জন্য মসনদে বসার পরে নরেন্দ্র মোদি সরকারের এটিই ছিল প্রথম পূর্ণাঙ্গ বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট বক্তৃতার পর তীব্র নিশানা করলেন বিরোধী দলনেতা। বিরোধী ইন্ডিয়া জোটের কথায় এটি ‘এটা কুর্সি বাঁচাও’ বাজেট। রাহুল গান্ধীর দাবি, ‘কংগ্রেসের ইস্তেহার থেকেই কপি পেস্ট’ করা হয়েছে এই বাজেট। রাহুল গান্ধী এক্স হ্যান্ডলে একটি পোস্ট দিয়ে লেখেন, ‘এই বাজেট কুর্সি বাঁচাও বাজেট। মোদী সরকার ৩.০ তার জোট সঙ্গীদের সন্তুষ্ট করেছে। শরিকদের মন পেতেই এই বাজেট। জোট শরিকদের খুশি করলেও অন্য রাজ্যের জন্য নেহাতই ফাঁকা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।’

error: Content is protected !!