রায়বরেলিতে রেকর্ড, ৪ লক্ষ ভোটে জয়ী রাহুল গান্ধী

রায়বরেলিতে রেকর্ড ৪ লাখ ভোটে জয়ী রাহুল গান্ধী। টপকে গেলেন ২০১৯-এ রায়বরেলিতে মা সোনিয়া গান্ধীর জয়ের মার্জিনও। বিজেপির দীনেশ প্রতাপ সিংকে হারিয়ে জয়ী হলেন রাহুল। উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার সদস্য দীনেশ প্রতাপ সিং। রায়বরেলির পাশাপাশি কেরলের ওয়ানাড় আসনটিও জিতে নিয়েছেন রাহুল। ফলে একদা ‘পাপ্পু’ বলে কটাক্ষের শিকার হওয়া রাহুলের মুকুটে এখন জয়ীর জোড়া পালক। প্রসঙ্গত, ২০০৪ সাল থেকে রায়বরেলি আসনে একচ্ছত্রভাবে জেতেন সোনিয়া গান্ধী। ২০১৯ লোকসভা ভোটে রায়বরেলি আসন থেকে ১ লাখ ৬৭ হাজার ভোটে জেতেন সোনিয়া গান্ধী। তবে রাজ্যসভায় যাওয়ার জন্য ২০২৪ লোকসভা ভোটে আর প্রার্থী হননি সোনিয়া। বদলে ২০২৪ লোকসভা ভোটে মায়ের আসনে প্রার্থী হন রাহুল। আর রায়বরেলিতে রাহুল প্রার্থী হয়েই বাজিমাত করলেন! তৈরি করলেন রেকর্ড! রায়বরেলিতে রাহুলের প্রচারে দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিয়েছিলেন বোন প্রিয়ঙ্কা। একেবারে ঘাঁটি গেড়ে রাহুলের হয়ে লাগাতার প্রচার, সভা করতে থাকেন তিনি। যার ফল আজ রেজাল্ট বেরতেই জলের মতো পরিষ্কার।

error: Content is protected !!