আজও ‘আশিকী বয়’ হিসেবেই খ্যাত রাহুল রায়। অনেক ওঠানামা দেখে, অনেক চড়াই উৎরাই পেরিয়ে আবার তিনি অভিনয় দুনিয়ায়। এবার তিনি অভিনয় করবেন বাংলা ছবিতে। এই প্রথমবার বাংলা থ্রিলারে রোমাঞ্চ ছড়াবেন তিনি। ছবির নাম “মিহিরা”। পরিচালনার দ্বায়িত্বে বাবাই সেন। বলিউডের “আশিক” সিনেমায় সবার মন কেড়েছিল অভিনেতা রাহুল রায়। এবার বাংলা সিনেমাতে ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবির আরো একটি প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেতা খরাজ মুখার্জি। পুরোপুরি ভিন্ন লুকে ভিন্ন চরিত্রে দেখা যাবে অভিনেতা রাহুল রায় ও অভিনেতা খরাজ মুখার্জি কে। ছবির অন্যান্য প্রধান চরিত্রে অভিনয় করছেন সঞ্জয় বিশ্বাস, সজল বর্মন, কৃতি চক্রবর্তী, প্রদীপ বর্মন, সজল বর্মন ও অন্যান্যরা। পাহাড়ের কোলে নর্থ বেঙ্গলে পুরো ছবির শ্যুটিং হবে।
Related Posts
বলিউডে আসছে অহন-পূজার নতুন জুটি
এবার বলিউডে আসছে নতুন জুটি। অহন শেট্টি এবং পূজা হেগড়েকে একসঙ্গে দেখতে চলেছেন দর্শক।এই বছরের শেষের দিকে এই জুটি তাঁদের নতুন ছবি “সানকি”র শুটিং শুরু করবেন। “সানকি”-এর প্রাথমিক ঘোষণার পর থেকে অহন শেট্টি এবং পূজা হেগড়েকে একসঙ্গে দেখতে উৎসুক ভক্তরা। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা, প্রখ্যাত অ্যাকশন মাস্টার কেচা খামফাকডির তৈরি একটি বিশেষ অ্যাকশন সিকোয়েন্সের মাধ্যমে আগামী […]
৩মাস কাজ নেই, ফেডারেশন-গিল্ডের বিরুদ্ধে ক্ষোভ! হতাশায় আত্মহত্যার চেষ্টা কেশসজ্জা শিল্পীর
প্রতিবাদের কারণে তিনমাস আগে সাসপেন্ড করা হয়েছিল ৷ কাজে যোগ দেওয়ার পরও তা কেড়ে নিত হেয়ার ড্রেসার গিল্ড এবং ফেডারেশন ৷ অবশেষে হতাশায় আত্মহত্যার পথ বেছে নেন কেশসজ্জা শিল্পী তনুশ্রী দাস ৷ শনিবার হোয়াটস্ অ্য়াপে সাধারণ সদস্যদের গ্রুপে পুরো বিষয়টি জানিয়ে একটি ভয়েস ম্যাসেজ করেন তনুশ্রী ৷ একটা চিঠিও লেখেন তিনি ৷ এরপর গায়ে কেরোসিন […]
ভাট ক্যাম্পে নাম লেখালেন নমোশি চক্রবর্তী
এবার মহেশ ভাটের ক্যাম্পে নাম লিখিয়েছেন নমোশি চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে নিজে সাংবাদিকদের জানিয়েছেন, এটি প্রথম ছবির মতো রোমান্টিক কমেডি নয়। ভাট প্রযোজনা সংস্থার সিগনেচার রহস্য-রোমাঞ্চ ছবিতে এবার দেখা যাবে তাঁকে। ছবির নাম এখনও ঠিক হয়নি। ঠিক হয়নি নায়িকা, সহ-অভিনেতাদের নামও। চেহারায়, উচ্চতায়, চলনে বলনে যেন বাবার প্রতিচ্ছবি তিনি। বলিউডে যাতে মাটি কামড়ে পড়ে […]