নির্ধারিত সময়ের ঘণ্টাদু’য়েক আগেই শিয়ালদা মেইন লাইনে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের পরিকাঠামোগত পরিবর্তনের কাজ শেষ হয়েছে বলে জানাল পূর্বরেল । ফলে রবিবার বেলা ১২টা থেকে শিয়ালদা মেন সেকশনের 1 থেকে ৫ নম্বর প্রত্যেকটি প্ল্যাটফর্মে ইএমইউ ট্রেন পরিষেবা পুনরায় শুরু হয়েছে। সোমবার অর্থাৎ, সপ্তাহের প্রথমদিন থেকে পরিষেবা আরও মসৃণ হবে বলে জানিয়েছে পূর্ব রেল। শিয়ালদা মেইন সেকশনে ১২ কোচের ইএমইউ ট্রেন চালানোর জন্য কিছু পরিকাঠামোগত পরিবর্তনের কারণে গত শুক্রবার থেকে রবিবার দুপুর দু’টো পর্যন্ত শিয়ালদা স্টেশনের ১ থেকে ৫নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত পূর্ব পরিকল্পনা অনুযায়ী পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পূর্ব রেল। যদিও নির্দিষ্ট সময়ে দু’ঘণ্টা পূর্বেই সেই কাজ সম্পন্ন হয়েছে বলে ঘোষণায় জানাল পূর্ব রেল ৷ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “এই কাজের দরুণ আমরা ৪৪৯ রুটকে জুড়ে দেওয়া হয়েছে ও নতুন দ্বৈত ইন্টারলকিং ব্যবস্থা করা হয়েছে । এর দরুণ যাত্রী পরিষেবা আরও উন্নত হবে । এখন থেকে ট্রেন পরিষেবা যা বন্ধ ছিল, তা তুলে দেওয়া হল । যাত্রীরা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন । রবিবার থেকে আর কিছুক্ষণের মধ্যেই পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে ।”
Related Posts
৩২ জনের প্রতিনিধিত্ব মানল রাজ্য, তবে লাইভ না! লাইভ স্ট্রিমিংয়ের বিষয়ে অনড় জুনিয়র চিকিৎসকরা, নবান্নে দেড় ঘণ্টা অপেক্ষায় মুখ্যমন্ত্রী
নবান্নে এসে পৌঁছল ৩২ জন জুনিয়র ডাক্তার। আন্দোলনকারীদের শর্ত মেনে ৩০ জনকে নবান্নের সভাঘরে প্রবেশের অনুমতি দিয়েছে রাজ্য সরকার। তবে লাইভ স্ট্রিমিং হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে লাইভ সম্প্রচারের ব্যাপারে চিকিৎসকরা কেন সম্প্রচার করতে চাইছেন সেটা বিস্তারিতভাবে জানার চেষ্টা হবে। তারপরই সিদ্ধান্ত হবে বলে নবান্ন সূত্রে খবর। সূত্রের খবর, লাইভ টেলিকাস্টে রাজি […]
সুপ্রিমকোর্টের নির্দেশ সত্ত্বেও কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলার চিকিৎসকরা
কর্মবিরতি চলবে। সুপ্রিম নির্দেশের পরেও নিজেদের অবস্থানে অনড় আরজি কর হাসপাতালের আন্দোলনরত চিকিৎসকরা। বৃহস্পতিবার রাতে জুনিয়র ডাক্তাররা জানিয়ে দেন, তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। আরজি করের পাশাপাশি বাংলার সব মেডিক্যাল কলেজে কর্মবিরতি চলবে বলেও জানানো হয়েছে। বৃহস্পতিবার রাতে আন্দোলনরত চিকিৎসকদের তরফে জানানো হয়, কর্মবিরতি তাঁরা তুলছেন না। হাসপাতালের জরুরি বিভাগ যেমন চালু ছিল, তেমন চালু থাকবে। […]
পিএসসি দুর্নীতিকাণ্ডে সিআইডির হাতে গ্রেফতার সিজিও কমপ্লেক্সের অডিটর সহ এক
পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) কাণ্ডে দু’জনকে গ্রেফতার করল সিআইডি ৷ ধৃতদের নাম শংকর বিশ্বাস ও পাপাই দাস। নদিয়ার কল্যাণী থেকে গ্রেফতার করেছে সিআইডি’র গোয়েন্দারা। দু’জনকেই শুক্রবার ভোররাতে গ্রেফতার করা হয়েছে বলে খবর। তাঁদের এদিন আলিপুর পুলিশ আদালতে পেশ করবেন রাজ্য পুলিশের গোয়েন্দারা। সিআইডি সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট 11টি মোবাইল ফোন এবং […]