আগামী ৫ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

আগামী ৫দিন  কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার দক্ষিণ এবং উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা হাওয়া বইতে পারে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূমে ঝড়বৃষ্টির দাপট বেশি থাকবে। বাংলায় ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে। এর জন্য উত্তরবঙ্গে শুক্রবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আগামী সাতদিন উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

error: Content is protected !!