সম্প্রতি রাজনীতির ময়দান ছাপিয়ে সরাসরি রুপোলি পর্দায় পা রাখেন রাজন্যা হালদার। মাস কয়েক আগেই পরিচালক প্রান্তিক চক্রবর্তীর সঙ্গে এনগেজমেন্ট সেরেছেন রাজন্যা। সম্প্রতি তাঁর ছবির হাত ধরেই অভিনয়ে হাতেখড়ি হয়েছে তাঁর। এবার জানা গেল তাঁর আরেক ছবির কথা। সম্প্রতি দক্ষিণ কলকাতার এক কফি শপে মুক্তি হল স্বল্পদৈর্ঘ্য ছবির ট্রেলার লঞ্চ। ছবির নাম ” নি:শর্ত “। এই ছবি একটা ভালোবাসার গল্প বলে, যে ভালোবাসা আর পাঁচটা সাধারণের মতোই। শূন্যস্থানের মধ্যে পূর্ণতার যে আনন্দ, সেই সমস্ত কিছুর গন্ডি ছাড়িয়ে তারা কাছে আসতে চায়, ভীষণভাবে ভালোবাসতে চায়। যারা একদিন এক চিলতে রোদ্দুর হওয়ার স্বপ্ন দেখেছিল তারা আজ আসমুদ্রহিমাচলের প্রতি তীর্থে ভালোবাসার উদাত্ত মন্ত্র ছড়িয়ে দিতে চায়, আর তারই এক ধাপ এগিয়ে দিয়েছে গল্প বলার মধ্যে দিয়ে পরিচালক সৌভিক দে। এই ছবিতে অভিনয় করেছেন রাজন্যা এবং সৈকত। ছবির সংগীত পরিচালক সৌগত এবং জয় । প্রযোজক পিনাকী পাল।
Related Posts
প্রয়াত রামোজি গ্রুপের চেয়ারম্যান রামোজি রাও
প্রয়াত হলেন মিডিয়া ব্যক্তিত্ব এবং রামোজি গ্রুপের চেয়ারম্যান রামোজি রাও। শনিবার ভোর ৪.৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হায়দ্রাবাদের স্টার হাসপাতালে ৮৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৫ জুন থেকে আইসিইউতে ভর্তি ছিলেন রামোজি। তিনি হার্ট সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। রামোজি রাও-এর মৃতদেহ রামোজি ফিল্ম সিটিতে তাঁর বাসভবনে রাখা হয়েছে। এখানে তার পরিবার, […]
সলমনের অপেক্ষায় ‘বজরঙ্গি ভাইজান ২’, তৈরি চিত্রনাট্য
হিন্দি সিনেমার জগতে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে ‘বজরঙ্গি ভাইজান’। এই ছবির পর কবে তার সিক্যুয়েল আসবে এরই অপেক্ষায় ছিলেন সলমন অনুরাগীরা ৷ তাঁদের জন্য সুখবর ৷ অপেক্ষার অবসান ঘটতে চলেছে অবশেষে ৷ ‘বজরঙ্গি ভাইজান ২’-এর চিত্রনাট্য তৈরি রয়েছে ৷ শুধু সলমন খানের হ্যাঁ-এর অপেক্ষায় ৷ ভাইজান দুবাই থেকে ফিরলেই তাঁকে চিত্রনাট্য শোনাবেন নির্মাতারা ৷ এরপরই […]
সলমান খানের ওপর হামলার ষড়যন্ত্র, গ্রেফতার চারজন
প্রতিনিয়ত বিপদে রয়েছেন বলিউড অভিনেতা সলমান খান। তাকে আবারো হামলার ষড়যন্ত্র করা হচ্ছে। তবে মুম্বাই পুলিশ এই চেষ্টা নস্যাৎ করে দিয়েছে। নবি মুম্বই পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত চার অভিযুক্ত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। নভি মুম্বই পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা পানভেলে সালমান খানের গাড়িতে হামলার পরিকল্পনা করেছিল।গাড়িটিকে ছদ্মবেশ দেওয়ার জন্য পাকিস্তান থেকে সরবরাহকারীর কাছ থেকে অস্ত্র সংগ্রহের […]