রবিবার রাজস্থানের সিকার জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। একটি দ্রুতগামী গাড়ি এবং একটি ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এই দুর্ঘটনায় ৩ নারী ও দুই শিশুসহ মোট সাতজন দগ্ধ হয়েছেন। পুলিশ এ তথ্য জানিয়েছে। পুলিশ আধিকারিকরা বলছেন, আরশিবাদ পুলিয়ার কাছে দুর্ঘটনাটি ঘটেছে। অগ্নিকাণ্ডে গাড়িতে থাকা ব্যক্তিরা মারা যান। গাড়িতে মোট ৭জন ছিলেন। তিনি জানান, নিহতদের মধ্যে ৩ নারী, ২ শিশু ও দুই পুরুষ রয়েছে। ওই কর্মকর্তা জানান, আগুনের কারণে গাড়ির দরজা খুলতে পারেনি। এতে সবাই গাড়ির ভেতরে আটকা পড়ে। বের হতে না পারায় গাড়িতে থাকা তিন নারী, দুই শিশু ও দুই পুরুষ জীবন্ত দগ্ধ হয়ে মারা যায়। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান ওই কর্মকর্তা। তিনি আরও জানান, ট্রাক ও গাড়িতে আগুন নেভানোর চেষ্টা চলছে। গাড়িতে থাকা সাতজন সালাসার বালাজি মন্দির থেকে হিসারের দিকে যাচ্ছিলেন। এদিকে পথিমধ্যে ফতেপুর কোতোয়ালি থানা এলাকার আরশিবাদ পুলিয়ার কাছে পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয় গাড়িটি। ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটিতে আগুন ধরে যায়। গাড়িতে থাকা ব্যক্তিরা উত্তরপ্রদেশের মিরাটের বাসিন্দা।
Related Posts
অযোধ্যার রামপথ-ভক্তিপথ থেকে উধাও প্রায় ৪ হাজার বাঁশের বাতি ও প্রজেক্টর
উদ্বোধন হলেও এখনও সম্পূর্ণ শেষ হয়নি অযোধ্যার রামমন্দির নির্মাণের কাজ। এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে চুরি! রামমন্দিরে যাওয়ার পথে রাস্তার দু’পাশ থেকে উধাও বাঁশের কারুকাজ করা লাইট। প্রায় চার হাজার লাইট চুরি গিয়েছে বলে খবর। এখানেই শেষ নয়, এর পাশাপাশি ভক্তিপথ থেকে চুরি হয়েছে গোবো প্রজেক্টর। সবমিলিয়ে মোট ৫০ লক্ষ টাকার বেশি জিনিস চুরি হয়েছে […]
সুপ্রিমকোর্টে শুনানির আগেই ইডির পর এবার সিবিআইয়ের হাতে গ্রেফতার কেজরিওয়াল
ফের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার৷ ইডির পর এ বার কেজরিওয়ালকে গ্রেফতার করল সিবিআই৷ দিল্লিতে আফগারি দূর্নীতি মামলায় এ বার সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন কেজরিওয়াল৷ উল্লেখ্য, আগামী কাল, অর্থাৎ বুধবার সুপ্রিম কোর্টে কেজরিওয়ালের এই মামলায় জামিনের আর্জির শুনানির কথা ছিল৷ তার আগেই ফের গ্রেফতার করা হল কেজরিকে৷ সোমবার আফগারি নীতি নিয়ে দুর্নীতির একাধিক অভিযোগের ভিত্তিতে […]
দলের কর্মীকে যৌন হেনস্তা, প্রজ্জ্বলের পর একই অভিযোগে গ্রেফতার দাদা সূরজ রেভান্না
প্রজ্জ্বল রেভান্নার পর দাদা সূরজ রেভান্না ৷ যৌন হেনস্তার অভিযোগে শনিবার রাতে জনতা দল সেক্যুলারের বিধান পরিষদের সদস্য তথা এইচডি দেবেগৌড়ার আরেক নাতিকে গ্রেফতার করল পুলিশ ৷ সূত্রের খবর, তাঁকে হাসনের সিইএন থানায় গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে ৷ সূরজের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন আরাকালাগুরুর এক যুবক, যিনি দলের কর্মীও বটে ৷ তাঁর অভিযোগ. […]