মুম্বইকে ৯ উইকেটে হারালো রাজস্থান রয়্যালস

মুম্বই ইন্ডিয়ান্স-১৭৯/৯ (তিলক ৬৫, সন্দীপ ৫/১৮)
রাজস্থান রয়্যালস-১৮৩/১ (যশস্বী ১০৪*, সঞ্জু ৩৮*)
৯ উইকেটে জয়ী রাজস্থান রয়্যালস। 

এবার মুম্বই ইন্ডিয়ান্সকে হেলায় হারিয়ে প্লে অফের দোরগোড়ায় পৌছে গেল রাজস্থান রয়্যালস। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় মুম্বই ইন্ডিয়ান্স। শুরু থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয় চাপে পড়ে যায় হার্দিক পান্ডিয়ার দল। তিলক বর্মার লড়াকু ৬৫ রান ও নেহাল ওয়াধেরার ৪৯ রানের ইনিংসের সৌজন্যে সম্মানজনক স্কোর করে মুম্বই। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৯ করে মুম্বই। রাজস্থানের হয়ে দুরন্ত বোলিং করে একাই ৫ উইকেট সন্দীপ শর্মা। একইসঙ্গে আইপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলস্টোন গড়লেন যুজবেন্দ্র চাহল। রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে দুরন্ত শুরু করেন যশস্বী জয়সওয়াল ও দস বাটলার। মারকাটারি ব্যাটিং করে অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন দুজনে। মরশুমে প্রথম চেনা ছন্দে পাওয়া যায় যশস্বীকে। ওপেনিং জুটিতে ৮ ওভারে ৭৪ রান করে রাজস্থান রয়্যালস। ৩৫ রান করে আউট হন বাটলার। তবে নিজের ইনিংস জারি রাখেন যশস্বী জয়লওয়াল। অর্ধশতরান পূরণ করেন তিনি। যশস্বীকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক সঞ্জু স্যামসন। মুম্বইয়ের কোনও বোলারই এদিন এই জুটি ভাঙতে সমর্থ হয়নি। সঞ্জু একটু ঠান্ডা মাথায় খেলেন। যশস্বী আক্রমণাত্মক ব্যাটিং জারি রাখে ও শতরান পূরণ করেন। শতরানের পার্টনারশিপও করেন যশস্বী-সঞ্জু জুটি। ১৮.৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় রাজস্থান রয়্যালস। ৬০ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন যশস্বী। ৯টি চার ও ৭টি ছয় মারেন তিনি। ২৮ বলে ৩৮ করে অপরাজিত থাকেন সঞ্জু।

error: Content is protected !!