দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১০২ আসনে আজ প্রথম দফার ভোটগ্রহণ চলছে। তামিলনাড়ুর সব আসনেই আজ ভোট। শুক্রবার সকাল সকাল ভোটাধিকার প্রয়োগ করতে বুথে পৌঁছে যান দক্ষিণের প্রথমসারির মেগাস্টাররা। ভোরবেলায় বুথে গিয়ে ভোট দিলেন রজনীকান্ত। তারপর ভক্তদের সঙ্গে ছবিও তোলেন। খানিকক্ষণ পর সেই একই বুথে গিয়ে ভোট দিলেন অভিনেতা ধনুষ। ভোটাধিকার প্রয়োগ করতে সকালেই বুথে পৌঁছে যান অভিনেতা অজিথ, বিজয় সেতুপতিও। চেন্নাইয়ের এক বুথে ভোট দিলেন অভিনেতা কমল হাসান। সকালে চেন্নাইয়ের এক বুথে ভোট দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও।
Related Posts
নিটের প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে এবার দেওঘর থেকে ৬ জনকে গ্রেফতার করল বিহার পুলিশ
মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে বিহার পুলিশের জালে আরও বেশ কয়েকজন ৷ এবার গোপনে অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের দেওঘর এইমসের কাছে একটি বাড়ি থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে ৷ নিটের প্রশ্নপত্র ফাঁসের নেপথ্যে ধৃত এই ৬ জনের যোগ রয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷ শুক্রবার রাতে দেওঘরের দেবীপুর থানা এলাকায় বিহার পুলিশের তদন্তকারী একটি […]
মুম্বইয়ে হিট অ্যান্ড রানের বলি এক, গুরুতর আহত আরও এক
মুম্বইয়ে হিট অ্যান্ড রানের বলি এক। গুরুতর আহত এক জন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মুম্বইয়ের ভরসোভা এলাকায়। সমুদ্র সৈকত এলাকায় বেপরোয়া গতিতে যাচ্ছিল একটি এসইউভি। জানা গেছে রিকশাচালক গণেশ যাদব সমুদ্রের ধারের ফুটপাথে ঘুমোচ্ছিলেন। বাবলু শ্রীবাস্তব পাশের একটি ঝুপড়ি থেকে সেখানে এসে শুয়েছিলেন। আচমকাই তাঁদের ধাক্কা মারে বেপরোয়া গতিতে আসা একটি এসইউভি। নিয়ন্ত্রণ […]
জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোটের আগে এনকাউন্টার, খতম ৫ জঙ্গি
দীর্ঘ ১০ বছর পর জম্মু-কাশ্মীরে শুরু হতে চলেছে বিধানসভা নির্বাচন। কিন্তু তার আগে আরও একবার অশান্ত ভূ-স্বর্গ। শুক্র ও শনিবার গুলির শব্দে বারেবারেই কেঁপে উঠেছে উপত্যকা। শনিবার এনকাউন্টারে কমপক্ষে ৫ জঙ্গিকে খতম করেছে সেনা। অন্যদিকে, শুক্রবার অপারেশন চলাকালীন অবস্থায় শহিদ হন ২ জওয়ান। আহত হয়েছেন আরও ২ জন। সেনা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, শনিবার বারমুল্লা […]