কাশী বিশ্বনাথ ধামে পুজো দিলেন রণবীর সিং ও কৃতি শ্যানন

বাংলা নববর্ষে কাশী বিশ্বনাথ ধামে পুজো দিলেন রণবীর সিং এবং কৃতি শ্যানন। বলিউডের দুই তারকাকে দেখার জন্যে এদিন মন্দির চত্বরে উপচে পড়েছিল ভিড়। আর সেই ভিড় নিয়ন্ত্রণে ছিল কড়া পুলিশি পাহারা। নিরাপত্তার ঘেরাটোপে বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দিরে নিয়ে যাওয়া হল তারকাদের। ভক্তদের উদ্দেশ্যে হাতজোড় করে নমস্কার করলেন রণবীর। অভিনেত্রীর সঙ্গে এদিন দেখা গিয়েছে বলিউডের খ্যাতনামা পোশাক শিল্পী মণীশ মালহোত্রাকে। জানা যাচ্ছে, মণীশের একটি ফ্যাসন সোয়ে যোগ দিতেই বারাণসী গিয়েছেন রণবীর ও কৃতি। তাই শো-এর আগে পুজো দিতে গেলেন তারকারা।

error: Content is protected !!