বিশিষ্ট মালয়ালম অভিনেতা তথা সিপিআই(এম) বিধায়ক এম মুকেশের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা নথিভুক্ত করা হয়েছে। একজন অভিনেত্রীকে কয়েক বছর আগে যৌন নির্যাতন করেছিলেন বলে অভিযোগ উঠেছে। বুধবার রাতে কোচি শহরের মারাদু থানায় আইপিসি ৩৭৬ (ধর্ষণ) এর অধীনে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে, একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। তিনি বলেন, নতুন ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর হওয়ার আগে অপরাধটি ঘটেছে বলে অভিযোগটি আইপিসির অধীনে নথিভুক্ত করা হয়েছিল। বিচারপতি কে হেমা কমিটির রিপোর্টে প্রকাশের পরিপ্রেক্ষিতে বিভিন্ন পরিচালক এবং অভিনেতাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের পরে হাই প্রোফাইল মালয়ালম চলচ্চিত্র ব্যক্তিত্বের বিরুদ্ধে এটি তৃতীয় এফআইআর।বুধবার তিরুবনন্তপুরম যাদুঘর পুলিশ আট বছর আগে একটি হোটেলে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে অভিনেতা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছিল। আইপিসি ধারা ৩৫৪ (তার শালীনতাকে ক্ষুব্ধ করার উদ্দেশ্যে মহিলার উপর হামলা বা অপরাধমূলক বল) এর অধীনে প্রথম মামলাটি ২০০৯ সালে ঘটে যাওয়া একটি ঘটনার বিষয়ে পশ্চিমবঙ্গের একজন মহিলা অভিনেতার অভিযোগের ভিত্তিতে পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে ছিল। তিনি অভিযোগ করেছিলেন যে পরিচালক তাকে পালেরি মানিক্যম চলচ্চিত্রে অভিনয়ের জন্য আমন্ত্রণ জানানোর পরে যৌন অভিপ্রায়ে তাকে অনুপযুক্তভাবে স্পর্শ করেছিলেন। অভিনেতার অভিযোগের পরে, রঞ্জিত রাজ্য পরিচালিত কেরালা চলচ্চিত্র একাডেমির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন। সিদ্দিক তার বিরুদ্ধে অভিযোগের পর অ্যাসোসিয়েশন অফ মালায়লাম মুভি আর্টিস্টস (এএমএএমএ) এর সাধারণ সম্পাদক পদ থেকেও পদত্যাগ করেছিলেন। ২০১৭ সালের অভিনেত্রী লাঞ্ছিত মামলার পরে কেরালা সরকার বিচারপতি হেমা কমিটি গঠন করেছিল এবং এর রিপোর্টে মালায়ালাম সিনেমা শিল্পে নারীদের হয়রানি ও শোষণের ঘটনা প্রকাশ করা হয়েছিল। বেশ কয়েকজন অভিনেতা এবং পরিচালকের বিরুদ্ধে যৌন নির্যাতন, হয়রানি ও শোষণের অভিযোগের মধ্যে, রাজ্য সরকার ২৫ আগস্ট তাদের তদন্তের জন্য সাত সদস্যের একটি বিশেষ তদন্ত দল গঠনের ঘোষণা করেছিল।
Related Posts
মন্ত্রিসভার প্রথম বৈঠকেই কর বাবদ অতিরিক্ত অর্থ বরাদ্দ করল কেন্দ্র, সবার উপরে যোগীর রাজ্য
ক্ষমতায় এসেই রাজ্যগুলিকে করের টাকার অতিরিক্ত কিস্তি দিল মোদি সরকার। সোমবার জুন মাসের করের টাকায় অনুমোদন দিয়েছে কেন্দ্র। পাশাপাশি, অতিরিক্ত কিস্তির টাকাও দেওয়া হচ্ছে। গোটা দেশে ভাগ করে দেওয়া হয়েছে এক লক্ষ ৩৯ হাজার ৭৫০ কোটি টাকা। তার মধ্যে পশ্চিমবঙ্গ পেয়েছে ১০,৫১৩.৪৬ কোটি টাকা। সব থেকে বেশি পেয়েছে উত্তরপ্রদেশ। রাজ্যগুলিকে কেন্দ্র করের ভাগ দেয়। একে […]
দুর্বল সরকারের সুযোগ নিয়েছিল শত্রুরা: প্রধানমন্ত্রী
উত্তরাখণ্ডের ঋষিকেশে লোকসভা নির্বাচনের প্রচারে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরাখণ্ডের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র হুদকা বাজালেন। একইসঙ্গে সমাবেশে তিনি কংগ্রেস ও ভারত জোটকে নিশানা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে আজ দেশে এমন একটি সরকার রয়েছে যা গত ১০ বছরে ভারতকে আগের চেয়ে বহুগুণ শক্তিশালী করেছে। তিনি আরও বলেন, কংগ্রেস নেতাদের কাছে […]
‘বিহারকে মাওবাদীদের দৌরাত্ম থেকে মুক্ত করেছেন নরেন্দ্র মোদি’, দাবি অমিত শাহের
বালুরঘাট থেকে সভা সেরে বুধবার সোজা বিহারে চলে যান অমিত শাহ। বিহারের ঔরঙ্গাবাদে আজ জনসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে অমিত শাহ বলেন, বিহারের এইসব অঞ্চলকে মাওবাদীদের হাত থেকে মুক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সব অঞ্চলে সন্ধেবেলায় আগে কোনও সভা হত না, এখন সেখানে স্বাস্থ্য, শিক্ষা, রাস্তা তৈরির কথা হচ্ছে বলে জনসভা থেকে মন্তব্য করেন […]