পরিচালক এ আর মুরুগাদোসের ‘সিকান্দর’ ছবিতে নায়িকা হবেন জাতীয় ক্রাশ রশ্মিকা মন্দানা। ইনস্টাগ্রামে ‘সিকান্দর’ ছবিতে তাঁর এন্ট্রি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে উত্তেজনাও ভাগ করেছেন রশ্মিকা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই ছবির অংশ হতে পেরে আমি খুবই কৃতজ্ঞ।’ এবারের ইদে সলমান খানের সিকান্দর ঘোষণা করা হয়। সলমান জানান, আগামী বছরের ইদে সিকান্দর চরিত্রে আসছেন তিনি। সাজিদ নাদিয়াদওয়ালার এই ছবির পরিচালনার দায়িত্ব নিয়েছেন আমির খানের সুপারহিট ছবি ‘গজিনি’-এর পরিচালক এ আর মুরুগাদোস। এবার এই ছবির নায়িকাকে নিয়েও একটি বড় আপডেট আসছে। ২০২৫ সালের ইদে সলমান এবং রশ্মিকার অনন্য জুটি ভক্তদের কাছে কী নতুন করে দেখাতে চলেছে তা নিয়ে সবাই খুব উত্তেজিত।
Related Posts
প্রথমবার বাংলা থ্রিলারে রোমাঞ্চ ছড়াবেন রাহুল রায়
আজও ‘আশিকী বয়’ হিসেবেই খ্যাত রাহুল রায়। অনেক ওঠানামা দেখে, অনেক চড়াই উৎরাই পেরিয়ে আবার তিনি অভিনয় দুনিয়ায়। এবার তিনি অভিনয় করবেন বাংলা ছবিতে। এই প্রথমবার বাংলা থ্রিলারে রোমাঞ্চ ছড়াবেন তিনি। ছবির নাম “মিহিরা”। পরিচালনার দ্বায়িত্বে বাবাই সেন। বলিউডের “আশিক” সিনেমায় সবার মন কেড়েছিল অভিনেতা রাহুল রায়। এবার বাংলা সিনেমাতে ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করছেন […]
আন্তর্জাতিক স্তরে পাড়ি দিল ‘গার্লস উইল বি গার্লস’
রিচা চাড্ডা ও আলি ফজলের প্রথম প্রযোজিত ছবি “গার্লস উইল বি গার্লস” পাড়ি দিচ্ছে টিআইএফএফ নেক্সট ওয়েভ ফিল্ম ফেস্টিভ্যালে। ইতিমধ্যেই সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যাল এবং সাউথ বাই সাউথ ওয়েস্ট ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছে ছবিটির। নতুন এই উদ্যোগে খুশি রিচা ও আলি। ছবিটি ১৪ এপ্রিল চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। টিআইএফএফ নেক্সট ওয়েভ ফিল্ম ফেস্টিভ্যাল চলবে ১১ থেকে ১৪ […]
কান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে স্মিতা পাটিলের ‘মন্থন’
বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের ১৯৭৬ সালের ক্লাসিক চলচ্চিত্র ‘মন্থন’ মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে অন্তর্ভুক্ত হচ্ছে। হিন্দি সিনেমার মেগাস্টার অমিতাভ বচ্চন নিজেই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই খবরটি ভাগ করেছেন, যেখানে তিনি ভারতের চলচ্চিত্র ঐতিহ্য সংরক্ষণের জন্য অবিচ্ছিন্ন প্রচেষ্টার জন্য ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনে গর্ব প্রকাশ করেছেন। অমিতাভ বচ্চনের ইনস্টাগ্রাম পোস্ট ‘মন্থন’-এর পুনরুদ্ধার করা পোস্টারটি উন্মোচন করেছে, […]