সিকান্দর-এ নয়া এন্ট্রি রশ্মিকার

পরিচালক এ আর মুরুগাদোসের ‘সিকান্দর’ ছবিতে নায়িকা হবেন জাতীয় ক্রাশ রশ্মিকা মন্দানা। ইনস্টাগ্রামে ‘সিকান্দর’ ছবিতে তাঁর এন্ট্রি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে উত্তেজনাও ভাগ করেছেন রশ্মিকা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই ছবির অংশ হতে পেরে আমি খুবই কৃতজ্ঞ।’ এবারের ইদে সলমান খানের সিকান্দর ঘোষণা করা হয়। সলমান জানান, আগামী বছরের ইদে সিকান্দর চরিত্রে আসছেন তিনি। সাজিদ নাদিয়াদওয়ালার এই ছবির পরিচালনার দায়িত্ব নিয়েছেন আমির খানের সুপারহিট ছবি ‘গজিনি’-এর পরিচালক এ আর মুরুগাদোস। এবার এই ছবির নায়িকাকে নিয়েও একটি বড় আপডেট আসছে। ২০২৫ সালের ইদে সলমান এবং রশ্মিকার অনন্য জুটি ভক্তদের কাছে কী নতুন করে দেখাতে চলেছে তা নিয়ে সবাই খুব উত্তেজিত।

error: Content is protected !!