বিজেপি-তে যোগ দিলেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য রবীন্দ্র জাদেজা। তাঁর স্ত্রী রিভাবা গুজরাটের উত্তর জামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন তাঁর অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে। যেখানে তিনি রবীন্দ্র জাদেজার বিজেপির সদস্য হওয়ায় কথা জানিয়েছেন। অতীতে রবীন্দ্র জাদেজা একাধিকবার তাঁর স্ত্রী তথা বিজেপি নেত্রী রিভাবার জন্য প্রচার করেছেন। নির্বাচনের সময়ও তাঁকে স্ত্রীর হয়ে প্রচারের ময়দানে দেখা গিয়েছিল। রোড শো-ও করেন তিনি। এ বার তিনি নিজেও বিজেপিতে যোগ দিলেন। টি২০ বিশ্বকাপের পর দলের অন্যান্য সদস্যদের সঙ্গে রবীন্দ্র জাদেজা এবং তাঁর স্ত্রী রিভাবাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
Related Posts
রাজস্থান রয়্যালসকে ২০ রানে হারালো দিল্লি ক্যাপিটালস
দিল্লি ক্যাপিটালস: ২২১-৮ (অভিষেক পোড়েল ৬৫, ম্যাকগ্রুক ৫০)রাজস্থান রয়্যালস: ২০১-৮ (সঞ্জু স্যামসন ৮৬, পরাগ ২৭)দিল্লি ক্যাপিটালস ২০ রানে জয়ী। মঙ্গলবার অরুণ জেটলি স্টেডিয়ামে রাজস্থানকে ২০ রানে হারিয়ে দিল সৌরভ-পন্টিংদের দল। দিল্লির হয়ে নজর কাড়লেন বঙ্গসন্তান অভিষেক পোড়েল এবং তরুণ ওপেনার ম্যাকগ্রুক। এদিন টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা […]
সানরাইজার্স হায়দরাবাদকে হারালো মুম্বই ইন্ডিয়ান্স
টানা চারটি ম্যাচে পরাজয়ের পর আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদকে হারাল হার্দিক পাণ্ডিয়ার দল। টপ অর্ডারের ব্যর্থতা ঢেকে অনবদ্য ইনিংস খেললেন সূর্যকুমার যাদব। যোগ্য সঙ্গত দিলেন তিলক বর্মা। তার আগে বল হাতে এদিন চেনা ছন্দে ফেরেন হার্দিক পাণ্ডিয়া। তাঁর সঙ্গে পীযূষ চাওলাও নেন ৩ উইকেট। টস জিতে ফিল্ডিং নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। নির্ধারিত ২০ ওভারে ৮ […]
১০ উইকেটে রেকর্ড জয় সানরাইজার্স হায়দরাবাদের
লখনউ সুপার জায়ান্টস: ১৬৫/৮ (বাদোনি ৫৫, পুরান ৪৮, ভুবনেশ্বর ২/১২) সানরাইজার্স হায়দরাবাদ: ১৬৭/০ (হেড ৮৯, অভিষেক ৭৫), ১০ উইকেটে জয়ী হায়দরাবাদ। হায়দরাবাদের কাছে কার্যত উড়ে গেল লখনউ। এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লখনউ অধিনায়ক রাহুল। কিন্তু শুরু থেকেই ধুঁকতে থাকে দলের ইনিংস। কুইন্টন ডি’কক, মার্কাস স্টয়নিস দ্রুত আউট হয়ে যান। পরের দিক আয়ুষ […]