গুজরাত টাইটান্সকে ৯ উইকেট হারালো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

গুজরাতকে হারিয়ে প্লে অফের আশা অবশেষে বাঁচিয়ে রাখল আরসিবি। টানা ৬ ম্যাচে হারের পর আগের ম্যাচে জয়ী হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেও তারা সেই জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া ছিল। অবশেষে ২৪ বল বাকি থাকতেই ৯ উইকেটে জয় পেল আরসিবি। শেষ পর্যন্ত, উইল জ্যাকস ৪১ বলে অপরাজিত সেঞ্চুরি করেন। বিরাট কোহলি ৪৪ বলে করেন অপরাজিত ৭০ রান। আহমেদাবাদের টস জয়ের পর প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ব্যাট করতে নেমে গুজরাত টাইটান্সের ওপেনার ঋদ্ধিমান সাহা প্রথম ওভারের শেষ বলে আউট হয়ে যান। তিনি চার বলে মাত্র পাঁচ রান করেন। ১৯ বলে ১৬ রান করে গ্লেন ম্যাক্সওয়েলের বলে ফিরে যান শুভমান গিল। ৬.৪ ওভারে জিটি ২ উইকেটে তোলে ৪৫। এরপর ২৪ বলে ৫০ রান করেন শাহরুখ খান। তিনি অর্ধশতরান করতে ৩টে চার এবং ৫টি ছক্কা মারেন। কিন্তু, নিজের ৩০ বলের মাথায় ৫৮ রান করে মহম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে ফিরে যান শাহরুখ। মাত্র ৩৪ বলে অর্ধশতরান করেন সাই সুদর্শন। ৫টা বাউন্ডারি এবং ২টো ছয় মারেন তিনি। ডেভিড মিলারের সঙ্গে পার্টনারশিপ করে সুদর্শন ২০ ওভারে ৩ উইকেটে গুজরাতকে পৌঁছে দেন ২০০ রানে।

error: Content is protected !!