গুজরাতকে হারিয়ে প্লে অফের আশা অবশেষে বাঁচিয়ে রাখল আরসিবি। টানা ৬ ম্যাচে হারের পর আগের ম্যাচে জয়ী হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেও তারা সেই জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া ছিল। অবশেষে ২৪ বল বাকি থাকতেই ৯ উইকেটে জয় পেল আরসিবি। শেষ পর্যন্ত, উইল জ্যাকস ৪১ বলে অপরাজিত সেঞ্চুরি করেন। বিরাট কোহলি ৪৪ বলে করেন অপরাজিত ৭০ রান। আহমেদাবাদের টস জয়ের পর প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ব্যাট করতে নেমে গুজরাত টাইটান্সের ওপেনার ঋদ্ধিমান সাহা প্রথম ওভারের শেষ বলে আউট হয়ে যান। তিনি চার বলে মাত্র পাঁচ রান করেন। ১৯ বলে ১৬ রান করে গ্লেন ম্যাক্সওয়েলের বলে ফিরে যান শুভমান গিল। ৬.৪ ওভারে জিটি ২ উইকেটে তোলে ৪৫। এরপর ২৪ বলে ৫০ রান করেন শাহরুখ খান। তিনি অর্ধশতরান করতে ৩টে চার এবং ৫টি ছক্কা মারেন। কিন্তু, নিজের ৩০ বলের মাথায় ৫৮ রান করে মহম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে ফিরে যান শাহরুখ। মাত্র ৩৪ বলে অর্ধশতরান করেন সাই সুদর্শন। ৫টা বাউন্ডারি এবং ২টো ছয় মারেন তিনি। ডেভিড মিলারের সঙ্গে পার্টনারশিপ করে সুদর্শন ২০ ওভারে ৩ উইকেটে গুজরাতকে পৌঁছে দেন ২০০ রানে।
Related Posts
যিশুর অধিনায়কত্বে প্রথমবার সিসিএল ফাইনালে জয়ী বেঙ্গল টাইগার্স
ইতিহাস গড়ল বাংলার তারকারা। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে জয় ছিনিয়ে নিল বেঙ্গল টাইগার্স। কর্ণাটকা বুলডজারকে হাড়িয়ে সেলেব্রিটি ক্রিকেট লিগ-এর বিজয়ীর কাপ নিয়ে ঘরে ফিরল অধিনায়ক যিশুর দল। বাংলার হয়ে এবারে খেলেছেন যিশু সেনগুপ্ত, সৌরভ দাস, রাহুল বন্দ্যোপাধ্যায়, জয় মুখোপাধ্যায়, জয়ী দেবরায়, বনি সেনগুপ্ত, উদয় প্রতাপ সিং-রা। ২০১০ সালে শুরু হয়েছিল সিসিএল। কিচ্চা সুদীপের দল কাগজে-কলমে […]
মোহনবাগানকে ৩-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি
মোহনবাগান: ১ (কামিন্স)মুম্বই সিটি এফসি: ৩ (দিয়াজ, বিপিন, জ্যাকুব) আইএসএল ফাইনালে ৩-১ গোলে জিতল মুম্বই সিটি এফসি। শনিবার রাতে আইএসএল ফাইনালে মুম্বই সিটি এফসির কাছে হারল সবুজ মেরুন। এক গোলে এগিয়েও তিন গোল হজম। ১-৩ গোলে অপ্রত্যাশিত হার। ১৫ এপ্রিল এই মুম্বইকে হারিয়েই লিগ শিল্ড জিতেছিল হাবাসের দল। বাগানের ডেরায় প্রতিশোধ নিল পিটার ক্র্যাটকির দল। […]
৭ উইকেটে জয়ী রাজস্থান
লখনউ সুপার জায়েন্ট: ১৯৬/৫ (কে এল রাহুল ৭৬, দীপক হুদা ৫০, সন্দীপ ৩১/২)রাজস্থান রয়্যালস: ১৯৯/৫ (সঞ্জু স্যামসন ৭১, ধ্রুব জুড়েল ৫২) আজ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে লখনউ ১৯৬ রান তুলেছিল। সেই রান অনায়াসে হাসিল করে নিল রাজস্থান রয়্যালস। জিতল ৭ উইকেটে। তবে এই জয়ের ক্ষেত্রে রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন এবং ধ্রুব জুরেলের পারফরম্যান্স আলাদা […]