রাজস্থানের আজমির লোকসভা কেন্দ্রের একটি ভোটকেন্দ্রে বৃহস্পতিবার সকাল ৭টায় পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। প্রিসাইডিং অফিসার 17-এ রেজিস্টার (ভোটারদের) হারানোর পরে এবং পুনঃভোট ঘোষণা করার পরে ভারতের নির্বাচন কমিশন 26 এপ্রিল দ্বিতীয় পর্বে এই বুথে অনুষ্ঠিত ভোটকে অকার্যকর ঘোষণা করেছিল। পুনঃভোটের জন্য ব্যাপক নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থা করা হয়েছে। নির্বাচন দফতরের মুখপাত্র জানিয়েছেন, “আজমির সংসদীয় আসনের নন্দসিতে ভোট কেন্দ্রে সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং চলবে বিকেল ৫টা পর্যন্ত।” পুনঃভোটে মোট ৭৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এই ভোটকেন্দ্রের ‘ওয়েবকাস্টিং’ও করা হচ্ছে। রাজস্থানে মোট 25টি লোকসভা আসন রয়েছে। এর মধ্যে 19 এপ্রিল প্রথম ধাপে 12টি আসনে এবং 26 এপ্রিল দ্বিতীয় ধাপে 13টি আসনে ভোটগ্রহণ হয়।
Related Posts
উত্তরপ্রদেশে ঘুমন্ত ফুটপাথবাসীদের উপর উল্টে পড়ল বালি বোঝাই ট্রাক, মৃত ৮
উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা। মাঝরাতে ফুটপাথবাসীদের উপর উল্টে পড়ল বালি বোঝাই ট্রাক। চাপা পড়ে মৃত্যু হয়েছে একই পরিবারের ৮ সদস্যের। গুরুতর আহত ওই পরিবারের আরও এক সদস্য। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে হারদৌয়ের দিকে যাচ্ছিল ট্রাকটি। অত্যধিক পরিমাণ বালি বোঝাই করা ছিল তাতে। এর জেরে আচমকা নিয়ন্ত্রণ হারান ট্রাক চালক। ট্রাকটি উল্টে পড়ে কয়েকজন ঘুমন্ত ফুটপাথবাসীর […]
জলমগ্ন গুজরাতে কুমিরের আতঙ্ক
গুজরাতের বন্যা পরিস্থিতি ভয়াবহ। আপাতত বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই। বরং, শুক্রবার ঘুর্ণিঝড়ের সতর্কবার্তা জারি হয়েছে। ফলে দুশ্চিন্তা বেড়েছে প্রশাসনের। সরকারি সূত্রে খবর, এখনও পর্যন্ত গুজরাতের বন্যায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ বহু মানুষ। জোরকদমে চলছে উদ্ধারকাজ। এদিকে, বানভাসি ভাদোদরায় নতুন সমস্যা হিসেবে দেখা দিয়েছে কুমিরের উপদ্রব। গত কয়েকদিনে ১০ থেকে ১৫ ফুট দৈর্ঘ্যের একাধিক […]
শ্রীনগরের ঝিলম নদীতে নৌকাডুবি, মৃত ৪
শ্রীনগরে ঝিলম নদীতে নৌকাডুবির ঘটনায় এখনও পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে। আহত ৩ জন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ঝিলমের জলে এখনও নিখোঁজ আরও অনেকে। মঙ্গলবার সকালে শ্রীনগরের ঝিলম নদীতে বেশ কয়েক জন যাত্রী নিয়ে একটি নৌকা সওয়ার হয়েছিল। তবে মাঝনদীতে গিয়ে উল্টে যায় যাত্রীবোঝাই নৌকাটি। ওই নৌকাতে ছিল ১০ থেকে […]