রাজস্থানের আজমির লোকসভা কেন্দ্রে আজ পুনরায় ভোটগ্রহণ

রাজস্থানের আজমির লোকসভা কেন্দ্রের একটি ভোটকেন্দ্রে বৃহস্পতিবার সকাল ৭টায় পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। প্রিসাইডিং অফিসার 17-এ রেজিস্টার (ভোটারদের) হারানোর পরে এবং পুনঃভোট ঘোষণা করার পরে ভারতের নির্বাচন কমিশন 26 এপ্রিল দ্বিতীয় পর্বে এই বুথে অনুষ্ঠিত ভোটকে অকার্যকর ঘোষণা করেছিল। পুনঃভোটের জন্য ব্যাপক নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থা করা হয়েছে। নির্বাচন দফতরের মুখপাত্র জানিয়েছেন, “আজমির সংসদীয় আসনের নন্দসিতে ভোট কেন্দ্রে সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং চলবে বিকেল ৫টা পর্যন্ত।” পুনঃভোটে মোট ৭৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এই ভোটকেন্দ্রের ‘ওয়েবকাস্টিং’ও করা হচ্ছে। রাজস্থানে মোট 25টি লোকসভা আসন রয়েছে। এর মধ্যে 19 এপ্রিল প্রথম ধাপে 12টি আসনে এবং 26 এপ্রিল দ্বিতীয় ধাপে 13টি আসনে ভোটগ্রহণ হয়।

error: Content is protected !!