‘সোহম ঠান্ডা মাথার ছেলে মীমাংসা করে নেবেন’, রেস্তরাঁ মালিকের সঙ্গে বচসার ঘটনায় ফিরহাদ হাকিমের মন্তব্য

অভিনেতা ও বিধায়ক সোহম চক্রবর্তীর শুটিং চলাকালীন একটি রেস্তরাঁর মালিক ও কর্মীদের সঙ্গে বচসা এবং মারধরের যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে । সিপিএম, বিজেপি, কংগ্রেস এই নিয়ে তৃণমূলের সমালোচনা করেছে৷ অন্যদিকে তৃণমূল নেতা তথা কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি, ‘‘সোহম ঠান্ডা মাথার ছেলে ৷ আশা করি হোটেল মালিকের সঙ্গে কথা বলে মীমাংসা করে নেবেন ।’’ তিনি আরও বলেন, ‘‘এই ঘটনা ঠিক কী হয়েছে আমি জানি না । তবে আপনারা যা বলছেন, তেমনটা হলে অন্যায় করেছে । সোহম কিন্তু খুব ঠান্ডা মাথার ছেলে । আশা করছি যাঁর সঙ্গে গন্ডগোল হয়েছে, আলোচনা করে মীমাংসা হয়ে যাবে । ও সচরাচর মাথা গরম করে না ৷ তবে কোনও কারণে হয়তো হিট অফ দা মোমেন্ট হয়ে গিয়েছে ।’’

error: Content is protected !!