কাকভোরে দিল্লিতে ৫ জন ঘুমন্ত ফুটপাতবাসীকে পিষে দিল বেপরোয়া ট্রাক

ফুটপাতের একপাশে ঘুমিয়েছিলেন কয়েকজন। কাকভোরে বুঝতেই পারেননি পরক্ষণেই ঘনিয়ে আসছে বিপদ। বেপরোয়া ট্রাক পিষে দিল পরপর পাঁচজন ঘুমন্ত ফুটপাতবাসীকে। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন তিনজন। গুরুতর আহত বাকি দুইজন ভর্তি হাসপাতালে।  সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে দিল্লির শাস্ত্রী নগর এলাকায়। ট্রাকটি সিলেমপুর থেকে আয়রন ব্রিজের দিকে যাচ্ছিল। ওই পথেই ফুটপাতের উপর ঘুমাচ্ছিলেন পাঁচজন। কিছু বুঝে ওঠার আগেই বেপরোয়া ট্রাকটি তাঁদের পিষে দিয়ে বেরিয়ে যায়। চিৎকারের শব্দে ছুটে আসেন আশেপাশের লোকেরা। ততক্ষণে আরও খানিকটা এগিয়ে যায় ট্রাকটি। পৌন পাঁচটা নাগাদ স্থানীয়রা থানায় খবর পাঠায়। ট্রাকের চালককে ধরতে যান স্থানীয়রা। ততক্ষণে ঘাতক চালক পালিয়ে যান। ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনকে উদ্ধার করে জেপিসি হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বাকি দুই যুবক গুরুতর আহত। সঙ্কটজনক অবস্থায় ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ট্রাকটি রেখেই চালক পালিয়ে যান। এখনও পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি। তল্লাশি অভিযান শুরু হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে আপাতত। 

error: Content is protected !!