ফুটপাতের একপাশে ঘুমিয়েছিলেন কয়েকজন। কাকভোরে বুঝতেই পারেননি পরক্ষণেই ঘনিয়ে আসছে বিপদ। বেপরোয়া ট্রাক পিষে দিল পরপর পাঁচজন ঘুমন্ত ফুটপাতবাসীকে। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন তিনজন। গুরুতর আহত বাকি দুইজন ভর্তি হাসপাতালে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে দিল্লির শাস্ত্রী নগর এলাকায়। ট্রাকটি সিলেমপুর থেকে আয়রন ব্রিজের দিকে যাচ্ছিল। ওই পথেই ফুটপাতের উপর ঘুমাচ্ছিলেন পাঁচজন। কিছু বুঝে ওঠার আগেই বেপরোয়া ট্রাকটি তাঁদের পিষে দিয়ে বেরিয়ে যায়। চিৎকারের শব্দে ছুটে আসেন আশেপাশের লোকেরা। ততক্ষণে আরও খানিকটা এগিয়ে যায় ট্রাকটি। পৌন পাঁচটা নাগাদ স্থানীয়রা থানায় খবর পাঠায়। ট্রাকের চালককে ধরতে যান স্থানীয়রা। ততক্ষণে ঘাতক চালক পালিয়ে যান। ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনকে উদ্ধার করে জেপিসি হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বাকি দুই যুবক গুরুতর আহত। সঙ্কটজনক অবস্থায় ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ট্রাকটি রেখেই চালক পালিয়ে যান। এখনও পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি। তল্লাশি অভিযান শুরু হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে আপাতত।
Related Posts
ওয়েনাড়ে ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে বাড়ি বানিয়ে দেবে কংগ্রেস, ঘোষণা রাহুল গান্ধীর
কেরলের ওয়েনাড়ে ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১০০-র বেশি পরিবারকে নতুন বাড়ি বানিয়ে দেবে কংগ্রেস। শুক্রবার এই ঘোষণা করেছেন লোকসভার বিরোধী দলনেতা তথা ওয়েনাড়ের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেন, ‘‘কেরল কখনও এত বড় বিপর্যয় দেখেনি। তিনটি বড় ভূমিধসের ঘটনায় ২৭৫ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন। বহু মানুষ গৃহহারা হয়েছেন।’’ ভূমিধসের কারণে সহায়-সম্বলহীন হয়ে পড়া পরিবারগুলির সঙ্গে দেখা […]
ভিস্তারা মার্জার হবে এয়ার ইন্ডিয়ায়, সম্মতি DGCA-র
এয়ার ইন্ডিয়ার সঙ্গে ভিস্তারার মার্জারের ক্ষেত্রে সবুজ সংকেত দিয়ে দিল ডিরেক্টোরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন। এরই সঙ্গে এআই এক্সপ্রেসের সঙ্গে এয়ার এশিয়া ইন্ডিয়াকে মিশে যাওয়ারও অনুমতি দিয়েছে ডিজিসিএ। এই আবহে বছর শেষের আগে এই মার্জার কার্যকর করতে বিদেশি বিনিয়োগকারী পার্টনার সিঙ্গাপুর এয়ারলাইন্সের সম্মতির প্রয়োজন। এর আগে গত এপ্রিল মাসে দেশ জুড়ে প্রায় রোজই পরপর উড়ান […]
টানা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, একাধিক এলাকায় ধস, যোগাযোগ বিচ্ছিন্ন, মৃত ৬, আটকে বহু পর্যটক
একনাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত সিকিমের জনজীবন। লাগাতার বৃষ্টির জেরে একের পর এক ধস নামছে। মংগন এলাকায় হড়পা বানে পাঁচ জনের ভেসে যাওয়ার খবর মিলেছিল। ধসের জেরে একের পর এক বাড়ি ঘসে যাওয়ার মাটি চাপা পড়ে ছয়জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন কমপক্ষে ২৫ জন। ধস নেমে, সেতু ভেঙে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়েছে যে লাচুং, লাচেন-সহ সিকিমের বহু […]