একটানা বৃষ্টিতে বিপর্যস্ত দুবাই। সংযুক্ত আরব আমিরশাহীর বিস্তীর্ণ এলাকাও ভয়ঙ্কর বৃষ্টির জেরে ভাসছে ৷ আন্তর্জাতিক যাতায়াতের জন্য বেশি ব্য়বহার হওয়ায় দুবাই বিমানবন্দর এখন বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর হিসেবে তকমা পেয়েছে ৷ সেই বিমানবন্দর ভেসে গিয়েছে বন্যার জলে৷ ফলে বন্ধ পরিষেবা ৷মরুরাজ্য়ে এমন পরিস্থিতি দেখে অবাক সারা বিশ্ব ৷ সেখানকার সরকার পরিচালিত ডাব্লুএএম সংবাদসংস্থা জানিয়েছে যে ১৯৪৯ পর্যন্ত তথ্য ঘেঁটে দেখা গিয়েছে যে এর আগে এমন আবহাওয়ার পরিস্থিতি আগে কখনও হয়নি ৷ তবে বৃষ্টি শুধু যে সংযুক্ত আরব আমিরশাহীতে হয়েছে, তা নয় ৷ বৃষ্টি হয়েছে বাহারিন, ওমান, কাতার ও সৌদি আরবে ৷তবে, সংযুক্ত আরব আমিরশাহীতে বৃষ্টি তীব্রতা মারাত্মক ছিল । এর কারণ হিসেবে অনেকে ক্লাউড সিডিংকে দায়ী করছেন ৷ যেখানে সরকারি তরফে কৃত্রিম বৃষ্টি তৈরিতে ছোট বিমানকে মেঘের মধ্যে নিয়ে গিয়ে বিশেষ লবণের শিখা পোড়ানো হয়৷ এই নিয়ে ন্যাশনাল সেন্টার ফর মেটারোলজি বিভিন্ন প্রতিবেদনকে উদ্ধৃত করে জানিয়েছে যে বৃষ্টির আগে এমন ছ’সাতটি বিমানকে মেঘের মধ্য়ে পাঠানো হয়েছিল ৷সোমবার বৃষ্টি শুরু হয়৷ এই বৃষ্টির জেরে দুবাই রাস্তাগুলি ২০ মিলিমিটার জলের তলায় চলে যায়৷ তার পর ওই দেশের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার সকাল ৯টা নাগাদ মারাত্মক ঝড় হতে শুরু করে৷ সারাদিন ধরে এই ঝড় চলতে থাকে৷ এর পর বৃষ্টি আরও বাড়তে থাকে৷ ফলে পুরো শহর কার্যত জলের তলায় চলে যায় ৷মঙ্গলবার দুবাইয়ে বৃষ্টির পরিমাণ ছিল ১৪২ মিলিমিটার ৷ দুবাই বিমানবন্দরে বৃষ্টি হয়েছে ৯৪.৭ মিলিমিটার ৷ ফলে পরিষেবা একেবারে স্তব্ধ হয়ে রয়েছে ৷ মঙ্গলবার অনেকে বিমানবন্দরে যাওয়ার পথে আটকে যান ৷ সমালোচনামূলক মন্তব্য করা ওই দেশে অপরাধ হিসেবে বিবেচনা করা হয় ৷ তাই কেউ কোনও মন্তব্য করতে চাননি ৷ তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক দম্পতি সংবাদসংস্থা এপি-কে জানিয়েছে যে রাস্তা জল জমে ৷ কোনও ট্যাক্সি পাওয়া যাচ্ছে ৷ অনেকে মেট্রো স্টেশনে, অনেকে আবার বিমানবন্দরেই রাত কাটিয়েছেন । দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ সোশাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছে যে পরিস্থিতি স্বাভাবিক করতে কিছুটা সময় লাগবে৷ দুবাই বিমানবন্দরের সিইও পল গ্রিফিত সরকার নিয়ন্ত্রণিত রেডিয়ো স্টেশন দুবাই আই-কে জানান, অবিশ্বাস্য রকম চ্যালেঞ্জিং সময় ৷ এমন পরিস্থিতির মুখোমুখি আগে কেউ হয়েছেন কি না, মনে করতে পারছেন না ৷ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন তিনি ৷ স্কুল-অফিস সব বন্ধ রাখা হয়েছে ৷ রাস্তা থেকে জল বের করার কাজ শুরু হয়েছে ৷
Related Posts
চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক ভারতের বিদেশন্ত্রী এস জয়শঙ্করের
কাজাখস্তানের আস্তানায় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের ফাঁকে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকের পর কেন্দ্রীয় বিদেশমন্ত্রী বলেন, উভয় পক্ষ কূটনৈতিক ও সামরিক চ্যানেলের মাধ্যমে সমস্যা সমাধানের প্রচেষ্টা জোরদার করতে সম্মত হয়েছে। এস জয়শঙ্কর আরও বলেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখাকে সম্মান করা এবং সীমান্ত অঞ্চলে শান্তি নিশ্চিত করা জরুরি। তিনি […]
লাহোর বিমানবন্দরে আগুন
লাহোর বিমানবন্দরের লাউঞ্জ এলাকায় আগুনের কারণে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারের সিলিংয়ে শর্ট সার্কিটের কারণে আগুন লাগে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের ডিপার্চার লাউঞ্জে আগুন লাগে এবং কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ঘন ধোঁয়ার কারণে বিমান ওঠানামা ও ইমিগ্রেশন প্রক্রিয়া কিছুটা বাধা পায়।অগ্নিকাণ্ডের জেরে, লাহোর থেকে ছেড়ে […]
পুলিশ নেই ঢাকার বেশিরভাগ থানায়, লুটপাট- অগ্নিসংযোগ, ভাঙা হল মুজিবের মূর্তিও
২০০৯ সালে নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছিলেন। তারপর থেকে টানা চারবার ক্ষমতায় এসেছিলেন। কিন্তু চতুর্থবার ক্ষমতায় আসার বছর ঘোরার আগেই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হল শেখ হাসিনাকে। একইসঙ্গে বাংলাদেশের মাটিও ছাড়তে বাধ্য হলেন বঙ্গবন্ধু-কন্যা। সেনাশাসন সরিয়ে ক্ষমতায় ফিরেছিলেন তিনি। হাসিনার পদত্যাগের পর ফের সেনার অধীনে গেল বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় থেকেই রাজনীতির ময়দানে পদার্পণ […]