রবিবার সাতসকালে কলকাতার গঙ্গার ঘাটে ঘটল বিপত্তি। গঙ্গায় তলিয়ে গেল একটি গাড়ি। ওই গাড়ির মধ্যেই ছিল এক কিশোর। গাড়ি থেকে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকারী দল গঙ্গায় নেমে গাড়িটিকে তোলার চেষ্টা শুরু করে। ঘণ্টাখানেকের চেষ্টায় উদ্ধার সম্ভব হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। সূত্রে খবর, রবিবার সকালে দক্ষিণ কলকাতার আনন্দপুর এলাকা থেকে গাড়ি করে ভূতনাথ মন্দিরে পুজো দিতে আসে এক পরিবার। ওই পরিবারের সদস্যেরা মন্দিরে পুজো দিতে গেলেও বাড়ির ছোট ছেলে গাড়িতেই ছিল। সে সময়ই দুর্ঘটনা ঘটে। গাড়ির স্টিয়ারিং নিয়ে টানাটানি করতে গিয়েই বিপদ ডেকে আনে ওই কিশোর। গাড়িটি গড়িয়ে গঙ্গায় তলিয়ে যায়। স্থানীয়েরা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে গঙ্গায় ঝাঁপ দিয়ে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং উদ্ধারকারী দল। গাড়ির মধ্যে থেকে কিশোরকে কোনও রকমে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।
Related Posts
‘গাড়ি ছেড়ে পায়ে হেঁটে গ্রামে ঘুরুন,’ নির্বাচনে হেরে যাওয়া এলাকার নেতাদের পরামর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের
লোকসভা নির্বাচনে বিপুল জয় এসেছে৷ কিন্তু এখন থেকেই ২০২৬-এর প্রস্তুতি শুরু করে দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যার প্রথম ধাপ হিসেবে লোকসভা ভোটে যে এলাকাগুলিতে তৃণমূল হেরেছে, সেখানে মানুষের ক্ষোভ প্রশমনে উদ্যোগী হতে দলের নেতা, কর্মীদের পরামর্শ দিলেন তৃণমূল সুপ্রিমো ৷ এ দিন একুশে জুলাইয়ের সমাবেশ মঞ্চ থেকে দলের নেতা, কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল সুপ্রিমো পরামর্শ, হেরে […]
হাসপাতালে ভর্তি টালা থানার ওসি, তাঁর জায়গায় নতুন ওসি বসাল লালবাজার
অসুস্থতার দাবি করে হাসপাতালে ভর্তি হয়েছেন ওসি। পরিস্থিতি সামাল দিতে রাতারাতি টালা থানায় নতুন ওসি নিয়োগ করল লালবাজার। টালা থানার অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন শ্যামপুকুর থানার অতিরিক্ত ওসি মলয় দত্ত। শুক্রবার দায়িত্ব বুঝে নেবেন তিনি। আরজি কর মেডিক্যালে মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় একাধিকবার প্রশ্নের মুখে পড়েছে টালা থানার ভূমিকা। অভিযোগ পেয়েও পদক্ষেপ না করার […]
মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হলেন ভগবতী প্রসাদ গোপালিকা
প্রাক্তন মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকাকে রাজ্যের বিভিন্ন প্রকল্প তত্ত্বাবধানের জন্য মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা করা হল। একই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গ শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের চেয়ারম্যান ও হাইওয়ে ডেভলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টকরের দায়িত্বও সামলাবেন। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের নির্দেশীকা অনুযায়ী, আগামী তিন বছরের জন্য এই সমস্ত দায়িত্বে থাকবেন বি পি গোপালিকা। প্রসঙ্গত, ৩১ আগস্ট তিনি মুখ্যসচিব […]