কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশের পরেও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি বেতন দেবেন প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মীদের। কথা রাখলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার এপ্রিল মাসের শেষ দিনে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে এপ্রিল মাসের বেতন। তবে কিছুটা স্বস্তি হলেও এখনও অস্বস্তিতেই সদ্য চাকরি হারানোরা। কলকাতা হাইকোর্টের নির্দেশের ফলে চাকরি বাতিল হয়েছে ২৫ হাজার ৭৫৩ জনের। তারপরেই শুরু হয়েছে বিতর্ক। কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। শিক্ষাদফতরের পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। মামলাটি আপাতত আদালতের বিচারাধীন।রাজ্যের অর্থ দফতর সূত্রে খবর, আগেই ঠিক হয়েছিল, কলকাতা হাইকোর্টের রায়ে চাকরিহারা শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের এপ্রিল মাসের বেতন দেবে রাজ্য সরকার।মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন, তিনি এর শেষ দেখে ছাড়বেন। তাই যতদিন না এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয় ততদিন এই চাকরি হারাদের বেতন দিয়ে যাবে রাজ্য সরকার। রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুও সেই বার্তা দিয়েছিলেন। সেই কথারই বাস্তবায়ন দেখা গেল এপ্রিল মাসের শেষদিনে। গতকালই চাকরি হারা মানুষের কাছে তাঁদের এপ্রিল মাসের কাজের জন্য বেতন পাঠিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রসঙ্গত, বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির বেঞ্চের তরফে ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়। গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে মোট ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করে ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে জানানো হয়, প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর যাঁরা চাকরি পান, তাঁদের ১২ শতাংশ সুদ-সহ বেতন ফেরত দিতে হবে।
Related Posts
পানশালায় তরুণীর সঙ্গে আলাপের পর ফ্ল্যাটে ডেকে ধর্ষণের অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে
খাস কলকাতার পানশালায় আলাপের পর তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। শ্যামপুকুর থানায় এক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তরুণী। জানিয়েছেন, শহরের একটি পানশালায় তাঁর সঙ্গে ওই যুবকের আলাপ হয়েছিল। তার পরেই তাঁকে ধর্ষণ করা হয়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, শেক্সপিয়র সরণির একটি পানশালায় সে দিন গিয়েছিলেন অভিযোগকারিণী। সেখানে ছিলেন অভিযুক্ত যুবকও। তাঁদের […]
কলকাতার নয়া পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা, বিনীত গোয়েল হলেন স্পেশাল টাস্ক ফোর্সের এডিজি এবং আইজিপি, স্বাস্থ্য দফতরেও বিরাট রদবদল
প্রতিশ্রুতি মতোই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের বড় পদক্ষেপে পুলিশ এবং স্বাস্থ্য দফতরে বিরাট রদবদল। কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন আইপিএস মনোজ কুমার ভার্মা। আইপিএস বিনীত কুমার গোয়েলকে স্পেশাল টাস্ক ফোর্সের এডিজি এবং আইজিপি করা হল। সোমবার আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীত কুমার গোয়েলকে সরানোর হবে, জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা […]
আগামী ২ সেপ্টেম্বর পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে লালবাজার অভিযান আন্দোলনকারীদের
গোটা দেশ জুড়ে আন্দোলন চলছে আরজি কর কাণ্ডের প্রতিবাদ। এদিকে আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসকরাও আন্দোলনে নেমেছেন। চলছে কর্মবিরতি। পরিস্থিতি স্বাভাবিক করতে স্বাস্থ্য ভবনের কর্তারাও গিয়েছিলেন আরজি করে। সেখানে আরজি করের আধিকারিকদের পাশাপাশি আন্দোলনকারীরাও ছিলেন। কিন্তু তাতেও কাটেনি জট। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনেও সাড়া মেলেনি। এই আবহেই আগামী ২ সেপ্টেম্বর আরজি করের আন্দোলনকারী সহ […]